শিয়ালদা শাখায় মেগা ব্লক, টানা ৩ দিন বাতিল অজস্র লোকাল! জানাল পূর্ব রেল

বাংলা হান্ট ডেস্ক: শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) লোকাল ট্রেন (Local Train) গুলিতে প্রতিদিন বাদুড়ঝোলা ভিড় হয়ে থাকে। তাই  নিত্য যাত্রীদের বহুদিনের অভিযোগ দিনের পর যাত্রী সংখ্যা বাড়লেও না বাড়ছে ট্রেনের সংখ্যা, না বাড়ানো হচ্ছে ট্রেনের বগি। এই কারণেই ৯ বগির ট্রেনে ঠাসাঠাসি করে যাতায়াতের এই ভোগান্তি থেকে নিত্য যাত্রীদের মুক্তি দিতেই ১২ বগির (12 Coach) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railways) কর্তৃপক্ষ।

সেই কারণে ভোট পর্ব মিটতেই শিয়ালদা ডিভিশনে ১২ বগির ট্রেন চালানোর প্রস্তুতি চলছে জোর কদমে। পূর্ব রেলের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্যই কিছুদিন আগেই শিয়ালদা মেইন এবং বনগাঁ শাখায় মেগা ব্লকের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এসবের মধ্যেই লোকসভা নির্বাচন এসে পড়ায় যাত্রীদের হয়রানিরর কথা ভেবে সেই কাজ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।

কিন্তু এবার ভোট পর্ব মিটতেই এই শিয়ালদা ডিভিশনে ১২ বগির ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কাজ শুরু হয়েছে জোর কদমে। এই কারণেই ৭ জুন অর্থাৎ শুক্রবার থেকেই আগামী তিনদিন সপ্তাহের শেষে একগুচ্ছ ট্রেন বাতিলের পরিকল্পনা করেছে পূর্ব রেল। যার ফলে সপ্তাহের শেষে  আরও একবার চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্য যাত্রীরা।

আরও পড়ুন: বাড়ছে ভাড়া, আচমকাই বড় সিদ্ধান্ত রেলের! প্রভাব পড়বে জনতার উপর

জানা যাচ্ছে ওই তিন দিন প্রচুর ট্রেন বাতিলের পাশাপাশি দমদম-বিধাননগরে এসে বহু ট্রেন যাত্রা বাতিল করে দেবে। তার জন্যই আগে থেকে সড়কপথে বিকল্প যানের  ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত ১২ বগির ট্রেন চালানোর কাজ শুরু করার জন্য মঙ্গলবারেই ভোটের ফল প্রকাশের পর আলোচনায় বসে ছিলেন পূর্ব রেল কর্তারা।

Train 2

সম্ভবত বুধবার দুপুরেই তারা জানাবে এই মেগা ব্লকের কথা। জানা যাচ্ছে  আগামী শুক্রবার থেকে এই ব্লক শুরু হলে চলবে রবিবার পর্যন্ত।একটানা তিন দিন বেশ কয়েকশো ট্রেন বাতিলের পাশাপাশি স্বল্প দূরত্ব পর্যন্ত গিয়েও বাতিল করা হবে ট্রেন। যার ফলে বোঝাই যাচ্ছে সপ্তাহের শেষ দিনে চরম ভোগান্তির মধ্যে পড়বেন শিয়ালদা মেন ও বনগাঁ শাখার যাত্রীরা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর