১০ রাজ্যের বিধানসভা ভোটে মেগা প্ল্যান BJP-র, ৩০০০ পদ্ম প্রতিনিধি পৌঁছে যাবে প্রতি রাজ্যের বুথ স্তরে

বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ সালে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এর আগেই ২০২৩ সালে সেমিফাইনাল ম্যাচ খেলবে বিজেপি। সবমিলিয়ে ১০টি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই এই নির্বাচনের ফলাফলের প্রভাব পরবে লোকসভা ভোটেও। তাই, এই ১০ রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি। রয়েছে পদ্ম শিবিরের মেগা প্ল্যান। প্রত্যেক লোকসভা ও বিধানসভা স্তরে প্রতিনিধি পাঠাবে হাই কমান্ড। তারা সরাসরি তৃণমূল স্তর থেকে রিপোর্ট দেবে শীর্ষ নেতৃত্বকে। এই পুরো কর্মসূচীর নেতৃত্বে রয়েছেন জেপি নাড্ডা।

বিজেপির দলীয় সূত্রে খবর এই সমস্ত প্রতিনিধিরা স্থানীয় সংগঠনের সঙ্গে হাতে হাত রেখে কাজ করবে। জানা যাচ্ছে, তেলেঙ্গানাতে ১১৯টি বিধানসভা সিটের সবকটিতে ইতিমধ্যেই প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে বিজেপি। আগামী দিনে প্রায় ৩০০০ প্রতিনিধি বিজেপির হয়ে মাঠে নামবে বলে জানা যাচ্ছে। অপরদিকে, আজ বিহারে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের বিরুদ্ধে র‍্যালি করছে জেপি নাড্ডা। এছাড়া বিহারের স্থানীয় নেতাদের সঙ্গেও মিটিং করবেন নাড্ডা।

bjp meet

গুজরাট বিধানসভা নির্বাচনে দূরন্ত জয়ের পর বিজেপির নজর এবার তামিলনাড়ু এবং ওড়িশায়। জেপি নাড্ডা ইতিমধ্যেই তামিল নাড়ু ও ওড়িশা সফর করেছেন। ওড়িশায় জনসভা করে নবিন পট্টনায়কের সরকারকেও নিশানা করেছেন তিনি। ওড়িশায় নাড্ডার অভিযোগ ছিল মেয়েদের বিরুদ্ধে অপরাধ অনে বৃদ্ধি পেয়েছে নবীন পট্টনায়কের রাজত্বকালে। শুধু তাই নয়, নাড্ডা আরও দাবি করেব মানুষ পাচারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই সময়। আদিবাসী ও দলিতের উপর সবচেয়ে বেশি নির্যাতন করছে ওড়িশা সরকার।

চলতি বছরে বিধানসভা নির্বাচন হবে কর্ণাটক, মেঘালয়া, নাগাল্যান্ড, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা। এরই সাথে নির্বাচন হবে জম্মুকাশ্মীরেও। প্রত্যেকটি রাজ্যেই জোর কদমে শুরু হয়ে হয়ে গেছে প্রস্তুতি। জানা যাচ্ছে, আগামী তিনমাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে যাবেন।

Sudipto

সম্পর্কিত খবর