ডান্স বাংলা ডান্সে এসে নতুন সুযোগ, ‘পিলু’তে গৌরবের নায়িকা হয়ে অভিনয়ে ডেবিউ মেঘার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি তালিকায় এমনিতেই বেশ ভাল জায়গায় রয়েছেন জি বাংলা। পুরনো ও কয়েকটি নতুন সিরিয়াল মিলিয়ে কামাল দেখাচ্ছে চ‍্যানেল। এর মাঝেই ফের নতুন সিরিয়ালের ঘোষনা করল জি বাংলা। খুব শিগগিরি শুরু হতে চলেছে নতুন সিরিয়াল ‘পিলু’ (pilu)। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে প্রোমো। আর সেখানেই দর্শকদের নজর কেড়েছে সিরিয়ালের নায়িকা।

উল্লেখ‍্য, পিলুর হাত ধরেই ফের জি বাংলার সিরিয়ালে কামব‍্যাক করছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী (gourab roy chowdhury)। তবে তাঁকে ছাপিয়ে প্রোমোতে লাইমলাইট কেড়ে নিয়েছেন নায়িকা। খুব চেনা চেনা মুখ, অথচ নায়িকা নবাগতা। কে এই অভিনেত্রী? পর্দার পিলুর আসল নাম মেঘা (megha daw)। অভিনয়ের দুনিয়ায় নবাগতা হলেও ক‍্যামেরার সামনে কিন্তু এটাই প্রথম কাজ নয় তাঁর।


মেঘা আসলে জি বাংলার ডান্স বাংলা ডান্সের এই সিজনের একজন প্রতিযোগী। মঞ্চে তাঁর অনবদ‍্য নাচের প্রতিভা এবং সৌন্দ‍র্যের জন‍্য প্রায়ই সঞ্চালক অঙ্কুশকে মেঘার প্রশংসা ক‍রতে দেখা যায়। ডান্স বাংলা ডান্সের দৌলতেই এই সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। নাচের পর এবার নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন মেঘা।


প্রোমো থেকে যেটুকু বোঝা যাচ্ছে, পিলু এক সাধারন গ্রামের মেয়ে। সে থাকে তার দাদুর বাড়িতে। দাদুর বাড়িতে এসে রয়েছে এক অতিথি। তিনি গায়ক। এই অতিথির ভূমিকাতেই রয়েছেন গৌরব। তা সে গায়কের গলা সাধার আগে রোজ গরম জল ও লবঙ্গ এগিয়ে দিতে হয় তাকে। এবার পিলু তাকে বোঝায় লবঙ্গ দিয়ে ভাল গান হয় না। তার জন‍্য দরকার মনের আনন্দ। আপাতদৃষ্টিতে গৌরবের চরিত্রটি বেশ গম্ভীর বলেই মনে হচ্ছে। স্টার জলসায় ‘ওগো নিরুপমা’র পর মাঝে একটি ছবিতে অভিনয় করে ফের জি তেই ফিরলেন গৌরব।

https://www.instagram.com/tv/CVszukVhUnO/?utm_medium=copy_link

অপরদিকে মেঘা মছলন্দপুরের মেয়ে। স্কুলের পড়া শেষ করেই কলকাতায় চলে আসেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ‍্যালয়ে নাচ নিয়ে পড়ছেন তিনি। ডান্স বাংলা ডান্সে তাঁর নাচ দেখে মুগ্ধ বিচারক থেকে দর্শকরা। নাচের রিয়েলিটি শো তে এসেই সৌভাগ‍্যের আরেকটা দরজা খুলে গেল মেঘার। ছোট্ট প্রোমোতে বেশ সাবলীল অভিনয় করেছেন তিনি। এবার মূল সিরিয়ালে দর্শকদের কতটা চমক দিতে পারেন সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X