পরনে কখনও বিকিনি কখনও শুধুই শার্ট, একের পর এক ‘হট’ ছবিতে ভাইরাল মেঘা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে প্রতিটা দিনই গ্ল্যামারাস। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নায়ক বা নায়িকার ছবি উঠে আসে সংবাদ শিরোনামে। আর বলা বাহুল্য চোখের পলকে সেগুলো হয়ে যায় ভাইরাল। এমনই একজন অভিনেত্রী হলেন মেঘা গুপ্তা (megha gupta)। এখনও কোনও ছবিতে দেখা না গেলেও ধারাবাহিক ও বিজ্ঞাপনের দৌলতে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।

পাশাপাশি নেটদুনিয়াতেও রীতিমতো জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নিজের ইনস্টা হ্যান্ডেলে মাঝেই মাঝেই নানা ছবি শেয়ার করেন মেঘা। সেই সব ‘হট’ ছবি দেখে রাতের ঘুম ছুটে যায় নেটিজেনদের। তুমুল ভাইরালও হয় সেই সব ছবি। সম্প্রতি আরও বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/B_84wGUHAWx/?igshid=199ci9pk9l65z

https://www.instagram.com/p/B_jLbhuj1rg/?igshid=1mnsy180y8xxd

https://www.instagram.com/p/B_3ugFNnMyQ/?igshid=110zwaqtissx0

লকডাউনে বাড়ি বসে একের পর এক ছবি, ভিডিও শেয়ার করছেন মেঘা। কখনও তাঁকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে আবার কখনও রান্না করে সময় কাটাচ্ছেন তিনি। আর সেই সব ছবি, ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে।

https://www.instagram.com/p/B-57xYuDlsO/?igshid=nbbby9wk0cmb

https://www.instagram.com/p/B9iatGtHzvp/?igshid=1whywcpi7vw16

https://www.instagram.com/p/B8772ARnoxG/?igshid=yf715ek5k7l8

https://www.instagram.com/p/CAMU7eanO1A/?igshid=1copt4tkflf48

বেশ কিছুদিন ধরেই একের পর এক ফটোশুটের ছবি শেয়ার করছেন মেঘা। গৃহবন্দি থাকায় নতুন কোনও ফটোশুট করতে পারছেন না অভিনেত্রী। তাই পুরোনো ছবিই আবারও অনুরাগীদের জন‍্য পোস্ট করছেন তিনি। প্রচুর মানুষ শেয়ারও করেছেন মেঘার ছবি।

সম্পর্কিত খবর

X