মেঘালয়ে দুর্দান্ত ফাইট! ত্রিপুরা নাগাল্যান্ডে গেরুয়া ঝড়, সাগরদিঘিতে এগিয়ে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ২০২৩-এর বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে আজ। গত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় (Tripura) এবং ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড (Nagaland) ও মেঘালয়ে (Meghalaya) নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ এই তিন রাজ্যের ফল ঘোষণা। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা।

উত্তর-পূর্বের তিন রাজ্যের মোট ১৮০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি রাজ্যে ৬০টি করে বিধানসভা কেন্দ্র রয়েছে। উল্লেখ্য, ত্রিপুরা বর্তমানে বিজেপির দখলে রয়েছে। নাগাল্যান্ড ও মেঘালয়ে যথাক্রমে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (NDPP) এবং ন্যাশনাল পিপলস পার্টি (NPP) সরকার রয়েছে।

নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি জোট এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। এনপিএফ এগিয়ে ৩টি আসনে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে। নাগাল্যান্ডে মোট ভোটের হার ছিল ৮২ শতাংশের বেশি।

মেঘালয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে তৃণমূল কংগ্রেস। জোর টক্কর চলছে এনপিপি ও তৃণমূলের মধ্যে। একদিকে যেখানে এনপিপি এগিয়ে রয়েছে ১৪টি আসনে, সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩টি আসনে।

tripura assembly election

ত্রিপুরায় এগিয়ে বিজেপি, ১৩ আসনে এগিয়ে বামেরা ৷ সকাল সাড়ে ন’টা পর্যন্ত ১৩টি আসনে এগিয়ে রয়েছে বামেরা। ত্রিপুরায় মানিককে চ্যালেঞ্জ কংগ্রেসের ৷ পিছিয়ে পড়লেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ মানিক সাহাকে পিছনে ফেলে এগিয়ে কংগ্রেসের আশিস সাহা ৷ প্রথম রাউন্ডের শেষে প্রায় ২৫০০ ভোটে এগিয়ে সুদীপ রায় বর্মণ ৷ প্রথম রাউন্ডে পিছিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ৷

সাগরদিঘীতে একাদশ রাউন্ড গণনা শেষে ১৭৯৪৩ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। এখনও পর্যন্ত কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ৬৩০৯২ টি, তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪৫১৪৯ টি এবং বিজেপি প্রার্থী পেয়েছেন ১৯৪৯৩।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর