মেহবুবার পাক প্রেম! সর্বদলীয় বৈঠকে পাকিস্তানের নাম নিয়ে তাঁদের সঙ্গে কথা বলার ওকালতি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির প্রধানমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) আরও একবার কাশ্মীর (Kashmir) ইস্যু নিয়ে পাকিস্তানের (Pakistan) সঙ্গে কথা বলার ওকালতি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা বৃহস্পতিবার ডাকা সর্বদলীয় বৈঠকে তিনি আবারও পাকিস্তানের নাম নেন। তিনি জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলার ওকালতি করেন। এটা অবাক করার বিষয়, কারণ জম্মু কাশ্মীর ভারতের অঙ্গ আর এতে পাকিস্তানের কোনও ভূমিকাই নেই।

মেহবুবা মুফতি বলেন, ‘জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলা উচিৎ। যেভাবে সীমান্তে সংঘর্ষবিরাম লঙ্ঘন নিয়ে কথা বলা হয়, তেমন ভাবেই কথা বলা উচিৎ। পাকিস্তানের সঙ্গে কথা বললে কাশ্মীরের মানুষেরা শান্তি পায়।” মেহবুবা বলেন, সরকার চীনের সঙ্গে কথা বললে পাকিস্তানের সঙ্গে কেন কথা বলে না। তিনি বলেন, পাকিস্তানের কারণে কাশ্মীরিরা ব্যবসা করতে পারে আর রোজগার পায়।

মেহবুবা বৈঠকের পর বলেন, তিনি সর্বদলিয় বৈঠকে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করার প্রসঙ্গে কথা বলেছেন। মেহবুবা সাংবাদিকদের বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবৈধ ভাবে তুলে দেওয়া হয়েছে। এটিকে আবারও বহাল করা উচিৎ। তিনি দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরে ধরপাকড় বন্ধ করার দরকার। যারা জেলে আছে তাঁদের মুক্ত করা উচিৎ।

মেহবুবাব বলেন, ৫ আগস্ট ২০১৯-র পর থেকে জম্মু কাশ্মীরের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে। তাঁরা ক্ষুব্ধ। আমরা ৩৭০ পুনরায় বহাল করার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করব। আমাদের জমি, খনি যেন বিক্রি না হয়। ৩৭০ ধারা আমরা পাকিস্তান থেকে পাইনি, এটা আমাদের দেশের নেতা জওহরলাল নেহরু আর সরদার প্যাটেল দিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর