চোকসি মামলায় বড় ধাক্কা ভারতের! বিপুল আর্থিক দুর্নীতির পরেও কি পার পেয়ে গেলেন?

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ব্যাঙ্কে প্রতারণা, ১৩ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আসার আগেই দেশ থেকে আগেই উধাও হয়েছিলেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। এবার তাকে দেশে ফেরানোর পথও বন্ধ হয়ে গেল। মেহুল চোকসিকে অ্যান্টিগা-বারবুডা থেকে সরানো যাবে না বলে নির্দেশ দিল সে দেশের হাইকোর্ট। পুলিশি রিপোর্টের উপর ভিত্তি করে এমনই রায় দিয়েছে আ্যান্টিগা ও বারবুডা হাইকোর্ট (Antigua and Barbuda Court)।

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই মেহুল চোকসি থাকতে শুরু করেন দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে। সেখান থেকে চোকসিকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ শুরু করে কেন্দ্র। এদিকে, আদালতে নিজের আবেদনে মেহুল জানান, অমানবিক আচরণের শিকার হচ্ছেন তিনি। এরপর মার্চ মাসে ইন্টারপোলের রেড কর্নার নোটিস থেকে মেহুল চোকসির নাম বাদ যেতেই তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমস্যা বাড়বে বলেই আশঙ্কা করা হয়।

মেহুল চোকসির আবেদনের উপর ভিত্তি করেই শুনানি শেষে শুক্রবার মেহুলকে রক্ষাকবচ দিয়েছে অ্যান্টিগার হাইকোর্ট। ফলে চোকসিকে সরানো সংক্রান্ত কোনও পদক্ষেপের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদনের পাশাপাশি আন্তঃদলীয় শুনানির উল্লেখও করেছে আদালত। সব রকমের আইনি সুযোগ-সুবিধাও মিলবে মেহুলের জন্য। ইচ্ছের বিরুদ্ধে ২০২১ সালের ২৩ মে মেহুলকে অ্যান্টিগা থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলেও মেনে নিয়েছে আদালত।

Mehul

প্রসঙ্গত উল্লেখ্য, ৬৩ বছরের মেহুল ভারতে ওয়ান্টেড। এই মুহূর্তে অ্যান্টিগা ও বারবুডাতে রয়েছেন তিনি। সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। তারপর যত সময় এগিয়েছে, মেহুল চোকসিকে দেশে ফেরানোর বিষয়টি ক্রমশই জটিল হয়ে দাঁড়ায়। এবার পলাতক হিরে ব্যবসায়ীর পক্ষে রায় দিল সে অ্যান্টিগার আদালতও। ফলে মেহুল চোকসিকে দেশে ফেরানোর আশা কার্যত শেষ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর