অবশেষে খোঁজ মিলল মেহুল চোকসির! ১৩,৮৫০ কোটির প্রতারণা করে লুকিয়ে রয়েছেন এই দেশে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে মেহুল চোকসির (Mehul Choksi) বিরুদ্ধে। ১-২ নয়, ১৩ হাজার ৮৫০ কোটি টাকা লোপাট করে ভারত ছেড়ে পালান ব্যবসায়ী মেহুল চোকসি। তবে অবশেষে ইউরোপের এই দেশে মিলল ফেরার ভারতীয় ব্যবসায়ীর হদিস।

মেহুল চোকসির (Mehul Choksi) হদিশ

বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে ভারত ছেড়ে পালিয়ে বর্তমানে মেহুল চোকসি (Mehul Choksi) রয়েছেন এই দেশে। দীর্ঘ অনুসন্ধানের পর ভারত সরকার জানতে পেরেছে ১৩ হাজার ৮৫০ কোটি টাকা আত্মসাৎ করে বেলজিয়ামে গা ঢাকা দিয়েছেন মেহুল চোকসি। সূত্রের খবর, বর্তমানে স্ত্রী প্রীতি চোকসিকে নিয়ে বেলজিয়ামে অ্যানটোয়ার্পে রয়েছেন মেহুল। 

আরও পড়ুন : ‘সরকার লন্ডনে, এখন সবাই খাবেন কোবরা বিয়ার’! হঠাৎ কেন একথা বললেন শুভেন্দু?

জানা গিয়েছে, মেহুলের স্ত্রী প্রীতি বেলজিয়ামের (Belgium) নাগরিক। তাই খুব সহজেই ‘এফ রেসিডেন্সি কার্ডে’ ২০২৩ সাল থেকে অ্যানটোয়ার্পে বসবাস শুরু করেছেন ভারতীয় এই ব্যবসায়ী। গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ওঠে ১৩ হাজার ৮৫০ কোটি টাকার প্রতারণার অভিযোগ।

আরও পড়ুন : গদি হারাবেন হাসিনা, আগে থেকেই জানত ভারত? বাংলাদেশ নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন জয়শঙ্কর

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্ত শুরু করতেই ২০১৮ সালে ভারত ছেড়ে পালিয়ে যান মেহুল। তাঁর সাথেই ভারত ছেড়ে পালান ভাইপো নীরব মোদিও। নীরবের বিরুদ্ধেও রয়েছে কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ। সূত্রের খবর, স্ত্রী প্রীতি চোকসির বেলজিয়ামে নাগরিকত্বকে অস্ত্র করেই সে দেশে বসবাস করছেন মেহুল।

এমনকি বেলজিয়ামের অস্থায়ী নাগরিকত্বের জন্য ভুয়ো নথি ব্যবহারেরও অভিযোগ উঠেছে মেহুলের (Mehul Choksi) বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, বর্তমানে বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন মেহুল চোকসি। অন্যদিকে আবার দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডারও নাগরিকত্ব রয়েছে মেহুলের।

Mehul choksi seen in this country

যদি মেহুল বেলজিয়ামের নাগরিকত্ব পেয়ে যান তাহলে ইউরোপের যেকোনও দেশেই অবাধ বিচরণের ক্ষেত্রে বাধা থাকবে না তাঁর। সেক্ষেত্রে মেহুলকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তৈরি হতে পারে জটিলতা। বেলজিয়ামের নাগরিকত্ব পাওয়ার আশায় তাই এখন সচেষ্ট হয়ে উঠেছেন মেহুল।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি বর্তমানে বেশ অসুস্থ। সুইৎজারল্যান্ডের একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টার খবরও পেয়েছেন গোয়েন্দারা। এক্ষেত্রে মেহুল চোকসি যদি হাসপাতালে ভর্তি হন, তাহলে মানবিকতা বা হিউম্যানিটরিয়ান গ্রাউন্ডে তিনি আবেদন জানাতে পারেন যাতে তাকে অসুস্থতার কারণে ভারতে পাঠানো না হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X