অসময়ি বৃষ্টি-তে ধরা দিলো মেখলা

 

বাংলাহান্ট ডেস্ক:  অরিন্দম সৎপতির লিরিক্স এ নিজের সুরে গান গাইলেন  Zee বাংলা ‘সা রে গা মা পা’ খ্যাত গায়িকা মেখলা দাশগুপ্ত।প্রসঙ্গত, ২০১৬-১৭ সালে Zee বাংলা ‘সা রে গা মা পা’র প্রতিযোগী ছিলেন ইনি। তাঁর গাওয়া এই নতুন সিঙ্গলস্ টির নাম ‘অসময়ি বৃষ্টি’।

 

গত ৩০ জুন মুক্তি পেয়েছে মেখলা দাশগুপ্তের গাওয়া এই নতুন গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলাজিৎ মজুমদার, অনসূয়া চৌধুরী ,উপালি চট্টোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, রথীজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা।

IMG 20190703 WA0015

‘অসময়ি বৃষ্টি’ মেঘলা দাশগুপ্তের প্রথম নিজস্ব কম্পোজিশন। সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিতি আগেই পেয়েছেন, এবার এই গানের মাধ্যমে সুরকার হিসাবেও আত্মপ্রকাশ করলেন মেখলা। স্বরূপ দত্তর পরিচালনায় এই মিউজিক ভিডিওটির অ্যারেঞ্জমেন্ট করেন শুভদীপ সরকার। এটির ক্যামেরা ও সম্পাদনার দায়িত্বে ছিলেন প্রমিত ও সুশোভন।

হঠাৎ আসা একটি বৃষ্টির দিনের গল্পের উপর চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। ভিডিওটিতে বৃষ্টির সঙ্গে মিশে গিয়েছে কাল্পনিক প্রেমের রোমান্টিকতা।

ইতিমধ্যেই গানটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। মাত্র ১ দিনেই গানটির ভিউ সাত হাজার ছাড়িয়েছে।

সম্পর্কিত খবর