নেট দুনিয়ায় ট্রেন্ডে “মেলোডি”! ইটালির প্রধানমন্ত্রীর সাথে মিম নিয়ে কী জানালেন মোদি?

বাংলাহান্ট ডেস্ক : সময়টা ২০২৩ সালের সেপ্টেম্বর মাস। দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে এসেছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই বছরই দুবাইতে ফের মেলোনি ও মোদির (Narendra Modi) সাক্ষাৎ ঘটে একটি সম্মেলনে। মোদি ও মেলোনি সেই অনুষ্ঠানেই তোলেন সেলফি। তারপর মোদি-মেলোনি’র সেই সেলফি আগুনের বেগে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। #Melodi-তে মজে ওঠেন নেটপ্রেমীরা।

Meloni meets Narendra Modi meme

এরপর গত বছর জুনে ইটালিতে জি-৭ সামিটে যোগ দিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেও একফ্রেমে দেখা গিয়েছিল মোদি-মেলোনিকে। এমনকি সোশ্যাল মিডিয়ায় (Social Media) গত কয়েক মাসে ভাইরাল হয়েছে মোদি ও মেলোনিকে (Giorgia Meloni) নিয়ে করা বেশ কিছু মিমও।

আরোও পড়ুন : মিলবে ৪২ দিনের বাড়তি ছুটি! সরকারি কর্মীদের জন্য জারি হল বিজ্ঞপ্তি, তবে মানতে হবে এই শর্ত

হাসিমুখে প্রধানমন্ত্রী মোদী এবং ইতালির প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আর সেটাই সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, সেলফি ভিডিয়োয় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম।’ সেই পোস্টিটির রিপ্লাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রিপ্লাইয়ে তিনি লিখেছেন, ‘ভারত-ইতালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’।

এই মিম নিয়ে কী ভাবছেন মোদি (Narendra Modi)?

জিরোদা’র অন্যতম কর্ণধার নিখিল কামাথের (Nikhil Kamath) পডকাস্টে শুক্রবার উপস্থিত ছিলেন মোদি। সেই পডকাস্টে নিখিল ও মোদির আলোচনা হয় রাজনীতি থেকে কূটনীতির একাধিক বিষয় নিয়ে। সেখানেই সঞ্চালক উত্থাপিত করেন #Melodi প্রসঙ্গ। মোদির উদ্দেশ্যে নিখিল প্রশ্ন করেন, গত ২ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ‘মেলোডি’ মিম। সেই বিষয়ে তিনি কি ওয়াকিবহাল? মুচকি হেসে মোদি বলেন, “এই সব তো চলতেই থাকে।”

সাক্ষাৎকারে নিখিল বলেন, “আমার প্রিয় খাবার পিৎজা। যার উৎপত্তি ইটালিতে। অনেকেই প্রায়ই বলেন যে আপনি ইটালি সম্পর্কে অনেক কিছু জানেন। আপনি কী এই প্রসঙ্গে কিছু বলতে চান?” এই প্রশ্নের জবাবে মোদি জানান, “আমি তেমন খাদ্যরসিক নই। তবে আমি যে দেশেই যাই, আনন্দ করে সেখানকার খাবার উপভোগ করি। মেনু কার্ড দিলে আমি ঘাবড়ে যাই। মেনু দেখে ঠিকই করতে পারি না কী খাব।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর