বিশ্ব দরবারে বাঙালির জয়জয়কার, বিশেষ গৌরব এনে দিলেন ‘মেম বউ’ বিনীতা চট্টোপাধ‍্যায়

বাংলাহান্ট ডেস্ক: ‘মেম বউ’কে (Mem Bou) মনে আছে নিশ্চয়ই? সোনালি চুল, নীল চোখের সুন্দরী প্রথম বারেই নজর কেড়েছিল সিরিয়াল দর্শকদের‌। বাংলা সিরিয়ালে বিদেশি চরিত্র নতুন নয়। মাঝে মাঝে বাস্তবেই কোনো বিদেশিকে দিয়ে ছোটখাট চরিত্রে অভিনয় করানো হয়। আবার অনেক সময় বাঙালি অভিনেতা অভিনেত্রীরাই বিদেশি সেজে কথায় ইংরেজি টান মিশিয়ে অভিনয় করেন।

কিন্তু একটি সিরিয়ালের নায়িকাই বিদেশিনী, এমনটা সচরাচর দেখা যায় না। সেটাই করে দেখিয়েছিল স্টার জলসার ‘মেম বউ’। সিরিয়ালে নায়িকা ছিলেন একজন বিদেশিনীর চরিত্রে। তাঁকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল বছর ছয় আগে। অনেকেই ভেবেছিলেন তিনি বাস্তবেই কোনো বিদেশিনী। এমনকি কয়েকজন তো ভেবে বসেছিলেন তিনি আসলে গায়িকা মোনালি ঠাকুর।

mem bou
তবে শেষমেষ সবাইকে চমকে দিয়েছে প্রকাশ‍্যে আসে ‘মেম বউ’ অভিনেত্রীর আসল পরিচয়। তাঁর নাম বিনীতা চট্টোপাধ‍্যায় (Binita Chatterjee), একেবারে খাঁটি বাঙালি। যদিও সিরিয়ালে তাঁর সংলাপে ইংরেজির টান দেখে তা বোঝা খুব একটা সহজ ছিল না। কিন্তু ব‍্যাপক জনপ্রিয়তা পেয়েও কিন্তু হারিয়ে গিয়েছিলেন বিনীতা।

মেম বউ এর পর আর কোনো সিরিয়ালেই দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি আবারো চর্চায় উঠে এসেছে বিনীতার নাম। আর চর্চা হবে নাই বা কেন! প্রথম ভারতীয় বাঙালি মহিলা হিসাবে মেটাভার্সে নিজেকে বিশেষ স্বীকৃতি পাইয়ে দিয়েছেন যে তিনি। ‘লভ ইউ মম’ নামে একটি ইংরেজি গানের মিউজিক ভিডিও লঞ্চ করেছেন তিনি মেটাভার্সে।

প্রেম দিবসে নিজের মাকে উদ্দেশ‍্য করে এই গানটি লঞ্চ করেছেন তিনি। গানের কথা ও সুর দুটোই বিনীতার নিজের। উল্লেখ‍্য, তাঁর মা গত ৪০ বছর ধরে প্রতিরক্ষা মন্ত্রকে কাজ করেছেন। বিনীতার কিন্তু এটাই প্রথম গাওয়া গান নয়। এর আগে প্রথম ভারতীয় বাঙালি মহিলা র‍্যাপার হিসাবে ‘আপনা টাইম আগয়া’ গানটি গেয়েছিলেন তিনি। বেশ জনপ্রিয় হয়েছিল গানটি।

তবে বিনীতা সম্পর্কে এই কটা কথাই যথেষ্ট নয়। তিনি বাংলার মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের পরিবারের এক সদস‍্যা। অর্থাৎ বাস্তবে তিনি এক রাজকন‍্যা। তবে ফের তিনি অভিনয়ে ফিরবেন কিনা তা জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর