BJP থেকে TMC তে ফিরতে হল দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করে! তুলকালাম দক্ষিণ দিনাজপুর

বাংলা হান্ট ডেস্ক : ‘ঘোর অপরাধ করেছে তারা’। তাই করতে হবে প্রায়শ্চিত্ত। বিজেপি থেকে তৃণমূলে (TMC) ফিরতে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করতে হল। বিজেপিতে (BJP) যোগদানের ২৪ ঘন্টার মধ্যেই আবার তৃণমূলে ফেরা মহিলাকে দণ্ডি কাটানো হয় বলে জানা যাচ্ছে। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপনে এই ঘটনাটি ঘটেছে।

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলায় তপন বিধানসভা জেডপি-১২ মণ্ডলের গোফানগরে কয়েকজন মহিলা বিজেপিতে যোগদান করেন। তাঁদের মধ্যে অনেকেই তৃণমূলের কর্মী ছিলেন বলে দাবি বিজেপির। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তপনের জেডপি-১২ মণ্ডলের গোফানগর থেকে শুক্রবার বালুরঘাট শহরে আসেন বিজেপিতে যোগদানকারীরা। জানা যাচ্ছে, তাঁরা বেশ কিছুটা রাস্তা দন্ডি কেটে তৃণমূলের জেলা কার্যালয়ে আসেন। সেখানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর হাত থেকে ফের তৃণমূলের পতাকা তুলে নেন তাঁরা।

tmc 2

জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে ফের দলে ফিরে এসেছেন। মিথ্যা বার্তা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল।’ এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘যে দু’চারজন তৃণমূলে গিয়েছে বলে দেখানো হচ্ছে, তাঁরা আদৌ বিজেপিতে যোগ দেননি। তৃণমূল নেতানেত্রীরা নিজেদের অস্তিত্ব বাঁচাতে গিয়ে এসব করে বেড়াচ্ছেন।’

দলে ফেরার আগে প্রায়শ্চিত্তের ঘটনায় তুলকালাম রাজ্যের রাজনৈতিক মহল। সমালোচনা উঠে আসছে বিভিন্ন মহল থেকেই। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আদিবাসীদের যে সম্মান করে না তৃণমূল, তা আরও একবার স্পষ্ট হল। কারণ, যাঁদের দণ্ডি কাটানো হয়েছে তাঁদের অধিকাংশই আদিবাসী।’

যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেন এই অভিযোগ মানতে রাজি নন। তাঁর দাবি, আদিবাসীদের সম্মান তৃণমূল করে কি না, তা বিজেপির থেকে শুনতে চান না। তবে এই ঘটনা প্রসঙ্গে তাঁর কাছে তেমন কোনও তথ্য নেই বলেও জানা

Sudipto

সম্পর্কিত খবর