রাশিয়ায় আক্রান্ত মৃত লেনিন! সমাধিসৌধের ওপর বোমার আঘাত ফ্যাসিস্ট ব্যক্তির!

বাংলা হান্ট ডেস্ক : লেনিন (Lenin), বিশ্বের ইতিহাসে বহুল চর্চিত নেতা। অবশ্য ইতিহাস নয়, আজকের দিনে দাঁড়িয়েও তাকে নিয়ে কম আলোচনা হয়না। এক তথ্যসূত্র থেকে জানা যায় লেনিনের বিপ্লবের বলি হয় ৮ মিলিয়ন অর্থাৎ ৮০ লক্ষ মানুষ! তারপরই  কমিউনিজমের স্থাপনা হয় রাশিয়াতে। সম্প্রতি এই লেনিনের সমাধিসৌধে বোমা ছোঁড়ার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

উল্লেখ্য, কমিউনিজমের আঁতুড়ঘর সোভিয়েত রাশিয়ার প্রতিষ্ঠাতা করেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। তিনি মারা গিয়েছেন বটে, কিন্তু তাকে নিয়ে আলোচনা আজও বর্তমান। ভারতেও তাকে নিয়ে পড়াশুনার শেষ নেই। বিশেষ করে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে তার মতাদর্শের উপস্থিতি সর্বোচ্চ। এমন নেতার সমাধি সৌধের ওপরেই কিনা বোমার আঘাত এসেছে সম্প্রতি!

আসলে ১৯২৪ সালে মারা যান লেনিন। তারপর থেকেই মস্কোর রেড স্কোয়ারের এক সমাধি সৌধে লেনিনের মরদেহ মমিকৃত অবস্থায় রাখা আছে। তাও আবার কড়া সুরক্ষার মধ্যে। কিন্তু সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বোমা ছুঁড়ে দেয় এক ব্যক্তি। ইতিমধ্যে সেই কারণে গ্রেফতারও হয়েছেন এক ব্যক্তি। তিনি দোষী সাব্যস্ত হলে ৭ বছরের জন্য জেলে যেতে হতে পারে বলে খবর।

56821f13c02fa4d073973372d2fdb7b3

রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার মস্কোর এক আদালতে অভিযুক্তকে তোলা হলে তাকে ২ মাসের জন্য বন্দিশালায় রাখার নির্দেশ দেন বিচারক। তদন্তে জানা যায় সোমবার ওই ব্যক্তির ৩৭ তম জন্মদিন ছিল, আর সেইদিনই মলোটেভ ককটেল নিয়ে চড়াও হন রেড স্কোয়ারে। গ্রেফতার হয়ে যান ব্যক্তি। তবে এই প্রথম না, এর আগে ফেব্রুয়ারিতে লেনিনের মমিকৃত দেহ চুরি করার চেষ্টা করে একজন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর