বাংলা হান্ট ডেস্কঃ ‘মা অসুস্থ! ব্যাঙ্কক যেতে দিতে হবে’, এহেন আবেদন জানিয়ে পুনরায় একবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নিকট দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menaka Gambhir) আদালতের নিকট তাঁর আবেদন, “মা অসুস্থ। দ্রুত আমায় ব্যাঙ্ককে পৌঁছে যেতে হবে।” এই সূত্রে একটি মামলা দায়ের করা হয়েছে, যার শুনানি সম্ভবত আগামী বুধবার হতে চলেছে বলে খবর।
সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা পাচার মামলার তোলপাড় বাংলা। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা হেফাজতে। এই পরিস্থিতিতে বিগত বেশ কয়েক মাস ধরে কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জেরা করে চলেছে তদন্তকারী সংস্থা। তবে শুধু অভিষেকই নন, তাঁর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় এবং শ্যালিকা মেনকা গম্ভীরও রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে।
এক্ষেত্রে দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে অতীতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেক শ্যালিকাকে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে ব্যাঙ্ককে মায়ের কাছে যেতে বাধা পর্যন্ত দেয় ইডি। তবে বর্তমানে তাঁর মা অসুস্থ হওয়ায় বিদেশ যাওয়া অত্যন্ত দরকারি, এই আবেদন জানিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নিকট দ্বারস্থ হয়েছেন মেনকা। এ মামলার শুনানি আগামী বুধবার হওয়ার সম্ভাবনা।
এক্ষেত্রে মেনকা গম্ভীরের আবেদনের পাল্টা আপত্তি প্রকাশ করেছে ইডির আইনজীবী। তার দাবি, “মেনকার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা রয়েছে। এক্ষেত্রে তাঁকে দেশের বাইরে যেতে দেওয়া কোনমতেই উচিত হবে না।”
প্রসঙ্গত, গত মাসে ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম বিমানবন্দরে আচমকাই বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। পরবর্তীতে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখার পাশাপাশি ইডিকে খবর দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের শ্যালিকাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তীতে সেই তলব মাঝে তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষন জেরার পর অবশেষে কলকাতা হাইকোর্টে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন মেনকা।
উল্লেখ্য, শেষ পর্যন্ত মেনকার দায়ের করা মামলা খারিজ হয়ে গেলেও পুনরায় একবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এক্ষেত্রে আগামী বুধবার হাইকোর্টে মামলাটি উঠলে বিচারপতি দ্বারা আদৌ তাঁকে ব্যাঙ্ককে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিনা, সেটাই বর্তমানে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।