কষ্ট অতীত! মহিলা কর্মীদের জন্য বিরাট উদ্যোগ সরকারের, এক ঘোষণায় খুশির হাওয়া রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল গোটা ভারত। বাংলার গণ্ডি পেরিয়ে এখন এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। সেই সঙ্গেই ফের একবার প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে নারী সুরক্ষা। মেয়েদের নিরাপত্তা কোথায়? নানান মহলে এখন উঠছে এই প্রশ্ন। এর মাঝেই এবার সরকারি, বেসরকারি সকল মহিলা কর্মীদের মেনস্ট্রুয়াল লিভ (Menstrual Leave) নিয়ে বিরাট ঘোষণা করল রাজ্য সরকার।

মহিলা কর্মীদের জন্য কী উদ্যোগ (Menstrual Leave) নিল সরকার?

বৃহস্পতিবার সারা দেশে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। আর এইদিনেই মহিলা কর্মীদের উদ্দেশে বিশেষ ঘোষণা করেছে সরকার। এবার থেকে প্রত্যেক মাসে রাজ্যের সকল সরকারি, বেসরকারি মহিলা কর্মী মেনস্ট্রুয়েশন লিভ তথা ঋতুকালীন ছুটি পাবেন। দীর্ঘদিন ধরে পিরিয়ডসের কয়েকটা দিন ছুটির দাবি জানাচ্ছিলেন মহিলা কর্মীরা। এবার এই নিয়েই বড় ঘোষণা করল রাজ্য সরকার।

সরকারি হোক বা বেসরকারি, প্রত্যেক ক্ষেত্রেই মহিলা কর্মীরা ঋতুকালীন ছুটি পাবেন। সম্প্রতি এই ঘোষণা করেছে ওড়িশা সরকার (Government of Odisha)। পড়শি রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা কটক জেলা স্তরের স্বাধীনতা দিবস পালনের সময় একথা ঘোষণা করেন। এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ আরজি করে ভাঙচুর! হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের! মামলা হতেই বিরাট নির্দেশ প্রধান বিচারপতির

প্রভাতীর কথায়, ‘এটা ঐচ্ছিক। পেশাগত কাজে যুক্ত মহিলারা শারীরিক যন্ত্রণার প্রথম অথবা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারেন। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের চাকরিজীবীদের জন্যই এই বিষয়টি প্রযোজ্য’। মহিলাদের জন্য সরকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

Menstrual leave Government of Odisha

ওড়িশা সরকার জানিয়েছেন, মহিলা কর্মীরা প্রত্যেক মাসে একদিন সবেতন ঋতুকালীন ছুটি (Menstrual Leave) পাবেন। বর্তমানে এদেশের কেবলমাত্র দু’টি রাজ্যেই মেনস্ট্রুয়াল লিভ পান মহিলারা। বিহারে ঋতুমতী মহিলা কর্মীরা ২ দিন ছুটি পান এবং কেরালায় মহিলা শিক্ষার্থীরা ৩ দিনের ছুটি পেয়ে থাকেন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর