মহিলা কর্মীদের জন্য বছরে বাড়তি ৬ দিন ছুটি! কাটা যাবে না বেতন! বিরাট উদ্যোগ সরকারের

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছর ৬দিন বাড়তি ছুটি পাবেন মহিলা কর্মীরা। সরকারি হোক বা বেসরকারি, উভয় চাকরির ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। বছরের ৬টা দিন সবেতন ছুটি (Menstrual Leave) পাবেন কর্মজীবী মহিলারা। এবার এমনই আইন আনা কথা ভাবছে রাজ্য সরকার। এর ফলে অগুনতি মহিলা কর্মীর সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

  • কর্মজীবী মহিলাদের জন্য বড় খবর (Menstrual Leave)!

ওড়িশা, বিহার, কেরালা- এদেশের এই তিন রাজ্যে ইতিমধ্যেই কর্মজীবী মহিলাদের জন্য ঋতুকালীন ছুটি চালু করা হয়েছে। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছে কর্ণাটক সরকার (Government of Karnataka)। ঋতুমতী মহিলাদের সুবিধার্থে বছরে অতিরিক্ত ৬টি ছুটি দেওয়ার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে বলে খবর। মহিলাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে আরও ভালো করে ভারসাম্য বজায় রাখতে নয়া আইন আনা হতে পারে বলে জানা যাচ্ছে।

  • বিরাট উদ্যোগ সরকারের

এই আইনি বিলের নাম রাখা হয়েছে, মেনস্ট্রুয়াল লিভ অ্যান্ড ফ্রি অ্যাকসেস টু উইমেন টু মেনস্ট্রুয়াল হেলথ প্রোডাক্টস (Menstrual Leave)। জানা যাচ্ছে, এই আইন প্রণয়নের জন্য ইতিমধ্যেই একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে ১৮ জন সদস্য রয়েছেন বলে খবর। এই প্রসঙ্গে কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড বলেন, ‘প্রস্তাবটি আমরা পর্যালোচনা করে দেখছি ও কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করার পরিকল্পনা করেছি’।

আরও পড়ুনঃ শাস্তিযোগ্য অপরাধ! পর্নোগ্রাফি দেখলে সাবধান! এবার তোলপাড় করা নির্দেশ সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, ঋতুকালীন ছুটির বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। ইতিমধ্যেই এদেশের বেশ কয়েকটি রাজ্যে মাসিক ছুটি শুরু হয়েছে। এবার কর্ণাটক সরকারও সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে।

Women employees menstrual leave

এই বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, চাকরিজীবী মহিলাদের সহায়তা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে মহিলারা নিজেরাই প্রয়োজন বুঝে ছুটি (Menstrual Leave) নিতে পারবেন। সন্তোষ লাড বলেন, এই বিষয়টা কেবলমাত্র আধুনিকতাকে সমর্থন করে সেটাই নয়। বিশেষত বিয়ের পর অথবা মা হওয়ার পর মহিলারা নানান চ্যালেঞ্জের মুখে পড়েন তাই চিন্তা করার মতো এখনও অনেক বিষয় রয়েছে বলে মনে করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X