‘মেন্টাল হ্যায় কেয়া’ এবার নামজট কাটল কী!

 

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত দক্ষিণী পরিচালক প্রকাশ কোবেলামুদির বলিউড ছবি ‘মেন্টাল হ্যায় কেয়া’-র পোস্টার। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজকুমার রাও এবং কঙ্গনা রানাওয়াতকে।

 

প্রসঙ্গত জানা যায় পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমার নাম নিয়ে বিতর্ক শুরু হয়। সিনেমার নাম নিয়ে ঘোর আপত্তি জানিয়েছিল ইন্ডিয়ান সাইক্রেটিস সোসাইটি। তারা দাবী করেন, এই ধরণের সিনেমার নাম মানসিক রোগীদের সমস্যাকে ছোট করছে। তাদের পরিবারের ওপরও প্রভাব ফেলবে।

a4d55 img 20190630 wa0011

আরও জানা যায় এই নিয়ে গত শুক্রবার কঙ্গনা এবং সিনেমার প্রোডিউসার শাহিল শেখকে সি.বি.এফ.সি-র অফিসে দেখা গিয়েছিল। অবশেষে ঠিক হয় সিনেমার নামের পরিবর্তন করা হবে। সি.বি.এফ.সি-র সোর্স থেকে জানা গিয়েছে, নির্মাতারা অনেক চেষ্টা করে নাম অপরিবর্তিত রাখার জন্য। কিন্তু তারা সফল হয়নি।দেখা যাক আগামী দিন আগামী পথ কেমন হয়।

সম্পর্কিত খবর