বাংলা হান্ট নিউজ ডেস্ক: অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে পাকিস্তান। আবার শুধু বাকি রয়েছে ট্রফি ঘরে তোলা। ইংল্যান্ড বা ভারতের মধ্যে যে দল কাল সেমিফাইনাল জিতবে তারাই রবিবার মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হবে। তবে সেই প্রতিপক্ষ কে হতে চলেছে সেই নিয়ে চিন্তা না করে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয় উদযাপন করছে পাকিস্তান শিবির।
আজ টসে হারতে হয়েছিল বাবর আজমদের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মূলত শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ভর করে নিউজিল্যান্ডকে ১৫২ রানের গণ্ডিতে আবদ্ধ করে রাখতে পেরেছিল পাকিস্তান। এরপর ব্যাট করতে নেমে প্রথমে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান এর শতরানের পার্টনারশিপ ও তারপর মহম্মদ হ্যারিসের ব্যাটে ভর করে পাঁচ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে পাকিস্তান।
এমন অবস্থাতে পাকিস্তানের মেন্টর ও প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথু হেডেনের সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা কোন দলকে পেতে চান। সেই প্রশ্নের জবাব কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, “আমরা যে কোনও প্রতিপক্ষের জন্য প্রস্তুত কিন্তু আমরা চাই ভারতই ফাইনালে আসুক। কারণ সেই ঘটনা টুর্নামেন্টকে অন্য মাত্রা দেবে। অভাবনীয় ব্যাপার হবে যদি ফাইনালে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়।”
ম্যাথু হেডেন এমনটা চাইলেও ফাইনালে উঠতে গেলে ভারতকে টপকাতে হবে ইংল্যান্ডের বাধা। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বিশাল গভীরতা সম্পন্ন ইংল্যান্ড কে হারাতে পারলে তবেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে ভারত। হ্যাঁ, এটা ঠিক যে ইংল্যান্ড চলতি বিশ্বকাপে এখনো নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে ব্যর্থ হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচ বাদে আর কোন ম্যাচে তাদেরকে দাপট দেখিয়ে জিততে দেখা যায়নি। কিন্তু তবু তাদেরকে হালকাভাবে নেওয়ার উপায় নেই।
আজ গোটা টুর্নামেন্টে ব্যর্থ হওয়া পাকিস্তানের ওপেনিং জুটি বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান নিজেদের পরিচিত ছন্দে ফিরেছিলেন। চলতি টুর্নামেন্টে নিজের প্রথম অর্ধশতরান পেয়েছিলেন বাবর। অর্ধশতরান করেছিলেন রিজওয়ানও। মন অবস্থায় যেকোনো প্রতিপক্ষই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেওয়ার আগে কিছুটা চিন্তায় থাকবে।