পাহাড়ের ফ্রেস অক্সিজেন পেল তৃণমূল, মমতা বাহিনীকেই সমর্থনের বার্তা গোর্খা জনমুক্তি মোর্চার

বাংলাহান্ট ডেস্কঃ শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে তৃণমূলকেই (TMC) সমর্থন করছেন বলে জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সংগঠনের সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি আরও বলেন, পুরসভাগুলির নির্বাচনের পর পাহাড়ে রাজনৈতিক সমাধানের পর জিটিএ (GTA) নির্বাচন হোক বলেও দাবি করেন তিনি। গোর্খা জনমুক্তি মোর্চার এই বার্তায় যেন পাহাড়ের ফ্রেস অক্সিজেন পেল তৃণমূল।

শিলিগুড়ির দাগাপুরে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুধবার দুপুরে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, ‘গোর্খা জনমুক্তি মোর্চা পুরনিগমের ৪৭ টি আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থন করবে। তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমাদের যোগাযোগও রয়েছে। তৃণমূলকে ভোট দেওয়ার কথাও আমরা বলেছি। আর যদি তৃণমূল নেতৃত্বরা চায়, তাহলে মোর্চা নেতারা প্রচার করার জন্যও প্রস্তুত রয়েছে’।

IMG 20210920 090746

এদিন তিনি আরও বলেন, ‘পাহাড়ে চারটি পুরসভার নির্বাচন আগে করা হোক, তারপর আমরা চাই জিটিএ নির্বাচন করা হোক। কারণ পুরসভার নির্বাচন না হলে, রোজকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে নাহলে মানুষ। পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান করে তারপর জিটিএ নির্বাচন হওয়া প্রয়োজন’।

সামনেই রয়েছে চার পুরসভা নির্বাচন। যার মধ্যে রয়েছে শিলিগুড়ি পুরনিগম নির্বাচন। যেখানে নেপালি ভোটাদের একটা বড় প্রভাব থাকায়, তা পাওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলই মরিয়া হয়ে থাকে। বিনয় তামাং তৃণমূলে চলে যাওয়ার পর, মোর্চার সমর্থন সবুজ শিবির পাবে বলেই ধারণা করা হচ্ছে। মোর্চার সমর্থন পাওয়ার খবরে, কোমর বেঁধে মাঠে নামা তৃণমূল আরও যেন অক্সিজেন পেল।


Smita Hari

সম্পর্কিত খবর