বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুম শেষ হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেন্ট প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পারেন বলে শোনা যাচ্ছে। গত রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের শহরের কট্টর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল। কিন্তু চোটের কারণে মাঠে নামতে পারেননি ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা।
ডার্বি ম্যাচ থেকে রোনাল্ডোর বাদ পড়ার কারণ হিসাবে অন্তর্বতীকালীন ম্যানেজার রাল্ফ র্যাগনিক বলেছেন যে দলের মেডিক্যাল ইউনিট তাকে জানিয়েছিল রোনাল্ডোর হিপ ফ্লেক্সরে সমস্যা থাকায় তিনি খেলার উপযুক্ত অবস্থায় নেই। সেই ম্যাচে ম্যান সিটি, ইউনাইটেডকে ৪-১ ফলে পরাস্ত করেছে।
যদিও ইনজুরির অজুহাতকে অনেকেই ধোঁকার টাঁটি মনে করছেন। এতিহাদ স্টেডিয়ামে সংঘর্ষের জন্য তিনি স্কোয়াডে থাকবেন না বলে জানানোর পরে রোনাল্ডো ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন বলে মনে করা হয়, যার ফলস্বরূপ তিনি উষ্ণ আবহাওয়ার প্রশিক্ষণের জন্য তার জন্মস্থান পর্তুগালে ফিরে গিয়েছেন। আগামী শনিবার তিনি টট্যেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে নামতে পারবেন কিনা সেই নিয়ে কোনও ধারণা নেই।
এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের রোনাল্ডোর ওপর থেকে মোহ কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন অন্তর্বতীকালীন ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর থেকে মাত্র ৩ টি গোল করেছেন রোনাল্ডো। তার আগে আর্সেনাল, ওয়েস্ট হ্যাম, টট্যেনহ্যাম, আটলান্টার মত বড় দলগুলির বিরুদ্ধে নিয়মিত গোল করছিলেন তিনি। কিন্তু শেষ ১০ ম্যাচে মাত্র একটি গোল করেছেন তিনি। ফলস্বরূপ তার ওপর কেউই সন্তুষ্ট নন। তাই মরশুম শেষে প্যারিসে গিয়ে লিওনেল মেসি এবং নেইমারের সাথে একটি স্বপ্নের ফরোয়ার্ড লাইনে তৈরি করতে পারেন রোনাল্ডো।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা