“কাতারেই নীল-সাদা জার্সি গায়ে শেষবার বিশ্বকাপ খেলতে নামবো”, স্পষ্ট করে দিলেন লিওনেল মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মরশুমে তিনি রয়েছেন আলাদাই ছন্দে। গত মরশুমটা ক্লাব ফুটবলে খুব একটা ভালো কাটেনি লিও মেসির। আচমকাই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেওয়ায় মানিয়ে নিতে পারেননি সেই নতুন পরিবেশের সাথে। ফলে ফ্রেঞ্চ লীগে পিএসসির চেয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধেও নিজের সেরা ফুটবলটা খেলতে পারেননি তিনি। যদিও তাতে লিগ জিততে অসুবিধা হয়নি পিএসজির। কিন্তু চলতি মরশুমে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন আর্জেন্টাইন মহাতারকা।

গত মরশুমে পিএসজির হয়ে লিগে মাত্র ৬টা গোল করেছিলেন মেসি। আর চলতি মরশুমে মাত্র ৯টি ম্যাচ খেলেই পাঁচটি গোল করে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ম্যাচ খেলে ফেলে জুভেন্টাসের বিরুদ্ধে বাদে গ্রূপের বাকি সবকটি দলের বিরুদ্ধেই গোল করে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই সঙ্গে জাতীয় দলের হয়েও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।

আর মাত্র দেড় মাস পরেই বিশ্বকাপের অভিযান শুরু করবে দেশগুলি। সেই প্রতিযোগিতায় মেসির আর্জেন্টিনা যে অন্যতম ফেভারিট তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু স্বয়ং মেসি এবার জানিয়ে দিলেন যে আসন্ন বিশ্বকাপে তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান আলোর সঙ্গে কথা বলার সময় ব্যাপারটা স্পষ্ট করে দিলেন মেসি নিজেই।

মেসি ওই সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন, “কোনও সন্দেহ নেই এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আমি এখন থেকেই দিন গুনতে শুরু করেছি বিশ্বকাপের। সত্যিটা হল যে আমি কিছুটা উত্তেজিত এবং চিন্তিত। আমরা এতদূর এসেছি, এবার কি হতে পারে সেই নিয়ে ভাবছি। কোনও সন্দেহ নেই এটাই আমার শেষ বিশ্বকাপ, তাই সেই বিশ্বকাপ কতটা ভালোভাবে খেলতে পারবো সেই নিয়ে আমি খুবই উত্তেজিত হয়ে রয়েছি।”

এইমুহূর্তে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা অত্যন্ত ভালো ফর্মে রয়েছে। শেষবার লা আলবিসেলেস্তেরা হারের মুখ দেখেছিল ২০১৯ সালে ব্রাজিলের বিরুদ্ধে। তারপর থেকে রদ্রিগো দি পল, লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজরা অসাধারণ ফর্মে রয়েছে এবং গত দুই বছরে কোপা আমেরিকার পাশাপাশি ফাইনালেসিমাও জিতেছেন। মাঠে মেসিকে একদম সুরক্ষিত করে রাখছেন তার আর্জেন্টাইন টিম মেটরা। মেসিও অনুপ্রাণিত হয়ে নিজের সেরা ফুটবলটা খেলতে পারছেন এই ফুটবলারদের সান্নিধ্যে। তার শেষ বিশ্বকাপ তার স্মরণীয় ভাবে শেষ করতে মরিয়া মেসি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর