বায়ার্নের কাছে PSG-র হারের পর ছিলেন ম্রিয়মাণ, ভক্তের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মেসি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে পিএসজি (PSG) হারার পর কিছুটা হলেও হতাশ ছিলেন মেসি (Lionel Messi)। কিছু ফুটবল প্রেমী অবশ্যই এমনটা দাবি করছেন যে বিশ্বকাপ (Qatar World Cup 2022) পর মেসি আর কোন টুর্নামেন্ট নিয়ে খুব একটা ভাবিত নন। কিন্তু গতকাল তার ক্লাব ‘শেষ ১৬’ পর্ব থেকে আবার ছিটকে যাওয়ার পরে আর্জেন্টাইন অধিনায়কের মুখেও ছিল দুঃখের ছায়া। মাথা নিচু করে ড্রেসিংরুমে ফিরছিলেন। কিন্তু সেই সময় অল্পের জন্য একটি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।

ম্যাচ শেষ হবার পর কিছু অতি উৎসাহী সমর্থক মাঠের ভেতর ঢুকে পড়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে। তাদের মধ্যে একজনের লক্ষ্য ছিলেন লিওনেল মেসি। নিজের প্রিয় ফুটবলারকে জড়িয়ে ধরার জন্য ছুটে আসছিলেন ওই ভক্ত কিন্তু মাঠে পিছল ভাবের কারণে তিনি স্লাইড করে যান। তাকে ধরতে ছুটে আসা নিরাপত্তা রক্ষীরাও পিছলে গিয়েছিলেন কিন্তু কোনওক্রমে নিজের অসাধারণ প্রতিবর্ত ক্রিয়ার কারণে রক্ষা পান মেসি।

   

কাল আক্রমণ ভাগে অত্যন্ত নিষ্ক্রিয় ছিলেন মেসি এবং এমবাপ্পে দুজনেই। আক্রমণে পিএসজি যার দৌলতে সবচেয়ে ভালো সুযোগগুলি পেয়েছিল তিনি হলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও র‍্যামোস। প্রথম ম্যাচে দুর্দান্ত ডিফেন্স করে বায়ার্নকে এক গোলের বেশি করতে দেননি তিনি। গতকাল রাতে দুবার গোল করার খুব কাছাকাছি পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদে যে ম্যাজিক তিনি করে দেখাতেন সেটা ছিল অনুপস্থিত। উল্টে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মাঝমাঠ থেকে বল ছিনিয়ে দুর্দান্ত পাস বাড়ান জার্মান মিডফিল্ডার গরেতস্কা। নিখুঁত ফিনিশে নিজের পুরনো দলের বিরুদ্ধে গোল করেন চুপো মোয়েতাং।

এরপর ম্যাচের শেষ লগ্নে পরিবর্তক হিসেবে নামা পর্তুগালের সাইড ব্যাক জোয়াও ক্যান্সেলোর তৈরি দুর্দান্ত প্রতি আক্রমণ থেকে ম্যাচের দ্বিতীয় গোল করে পিএসজির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পরিবর্তক হিসেবে নামা জার্মান ফুটবলার সার্জ গ্যানাব্রী। এছাড়া বায়ার্নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ডাচ সেন্টার ব্যাক ডি লিট ও কানাডিয়ান উইং ব্যাক আলফানসো ডেভিস। একবার বায়ার্নের নতুন সুইশ গোলরক্ষক সোমারের ভুলে প্রায় গোল করে ফেলেছিল পিএসজি কিন্তু গোললাইন থেকে সেই বল ফিরিয়ে দেন ডি লিট। তাদের তৈরি চক্রব্যূহ ভেদ করে খুব বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারেননি মেসি বা এমবাপ্পে। ৩-০ ফলে টাই জিতলো জার্মান ক্লাবটি।

পরপর দুই মরশুমে মেসিকে আনার পর ‘শেষ ১৬’ পর্ব থেকে বিদায় নিলো পিএসজি। টানা ৮ বছর ধরে বেশিরভাগ সময় (২০১৮/১৯ মরশুম বাদে) চ্যাম্পিয়ন্স লিগে হতাশাজনক পারফরম্যান্স দেখা গিয়েছে লিও মেসির। পরের মরশুমে কি তাকে আর প্যারিসের ক্লাবটিতে দেখা যাবে? এই প্রশ্নের জবাব পেতে অপেক্ষা আর দুই তিন মাসের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর