তাহলে কি এবার দীর্ঘ দিনের প্রিয় ক্লাব ছেড়ে ঘর বদল করতে চলেছেন লিওনেল মেসি। কারণ ইতিমধ্যেই মেসিকে সাড়ে চারশো কোটি টাকার লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে কি মেসি এবার এই লোভনীয় প্রস্তাব এর কাছে মাথা নত করে তার পুরোনো ক্লাব বার্সেলোনা ছাড়তে চলেছেন? ইতিমধ্যে এইসব প্রশ্ন ঘোরাফেরা করছে ইউরোপিয়ান ফুটবলে। তবে এই সকল প্রশ্নের জবাব পাওয়ার জন্য আর কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে ফুটবল ভক্তদের।
তবে যা শোনা যাচ্ছে তাতে বার্সেলোনার দেওয়া নতুন চুক্তিপত্রে আর সাইন করবেন না মেসি এবার হয়তো মেসি বার্সেলোনা ছেড়ে অন্য কোন ক্লাবে যোগদান করতে চলেছেন। তবে এর পেছনে কারণ টাকার প্রস্তাব নয় এর পেছনে অন্যতম কারণ মেসির সঙ্গে বার্সেলোনার অন্তর্দ্বন্দ্ব। বার্সোলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সাথে মেসির অন্তর্দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। সেই কারণে বার্সেলোনা ছাড়ার পথে পা বাড়াতে চলেছেন মেসি, আর এই সুযোগটি পুরোপুরি ভাবে কাজে লাগাতে চান ম্যানচেস্টার সিটি।
এর আগেও একবার মেসির ম্যান সিটিতে যোগদান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সময় জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন মেসি। তবে ইউরোপের সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে এবার ম্যান সিটি পুরোপুরি ভাবে কোমর বেঁধে মাঠে নেমেছে মেসিকে নেওয়ার জন্য। মেসি যদি ম্যান সিটিতে যোগদান করেন তাহলে মেসির বার্ষিক বেতন হবে 64 মিলিয়ন মার্কিন ডলার।