মেক্সিকোর জার্সিতে লাথি মারলেন মেসি! “ঈশ্বরকে ধন্যবাদ দাও যে আমার সামনে পড়োনি”, হুমকি মেক্সিকান বক্সারের  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেক্সিকোর বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠেছিল তার বাঁ পা। আর্জেন্টিনা সমর্থকদের উৎকণ্ঠা কাটিয়েছিল তার দূরপাল্লার শট। কোটি কোটি মানুষের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসি। গোল করে এবং করিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। আপাতত গ্রুপে বেশ শক্তিশালী জায়গায় রয়েছে আর্জেন্টিনাও।

পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও মেসি ম্যাজিকের প্রত্যাশায় রয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। এমন পরিস্থিতিতেই একটি মারাত্মক অভিযোগ উঠল আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে।

মেক্সিকোর অত্যন্ত জনপ্রিয় ক্রীড়াবিদ, বক্সার ক্যান্সেলো আলভারেজ মেক্সিকান মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি অভিযোগ করেছেন ম্যাচটিতে মেসি মেক্সিকোর একটি জার্সি এবং পতাকা দিয়ে ড্রেসিংরুমের মাটি পরিষ্কার করছিলেন নিজের পা দিয়ে। আলভারেজ হুমকি দিয়ে বলেছেন, “মেসি ভগবানকে ধন্যবাদ দিক যে ও আমার সামনে এখন অবধি আসেনি।”

এই অভিযোগের টুইটি ভাইরাল হওয়া মাত্র ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় সত্যিই একটি মেক্সিকোর জার্সিকে লাথি মারছেন মেসি। তবে আলভারেজ যতটা মারাত্মক অভিযোগ করেছেন ততটা ভয়ঙ্কর নয় ঘটনাটি। দেখা যায় মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ জিতে যখন বিজয় উল্লাসে মেতে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা তখনই খুব সম্ভবত কোন মেক্সিকান ফুটবলারের সঙ্গে জার্সি পরিবর্তন করে আনা একটি মেক্সিকান জার্সিকে মাটিতে পড়ে থাকা অবস্থায় হালকা লাথি মারেন মেসি।

https://twitter.com/ESPNRingside/status/1597038454050807808?t=6fWBbmxbWeuaqF2uLjV0Rw&s=19

তবে ওই ঘটনার পরেও মেসির যথেষ্ট সমালোচনা হয়েছে। অনেকে বলেছেন এই ঘটনাটি মেসি না থেকে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ঘটতো, তাহলে মিডিয়া নিজের হাতে তাকে শাস্তি দিয়ে আসতো। কিন্তু লিওনেল মেসির সঙ্গে যেহেতু এই ঘটনা ঘটেছে তাই আপাতত সকলেই নীরব। যদিও এই ঘটনার কোন প্রতিক্রিয়া দেন নি লিওনেল মেসি এখনও।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর