বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দু’দশক ধরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন লিওনেল মেসি (Leo Messi)। তবে এবার বার্সেলোনায় মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। জানা গিয়েছে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিশ্বের অন্যতম বিখ্যাত স্পোর্টস জার্নাল ইউসি নিউজ জানিয়েছে, লিওনেল মেসি বার্সেলোনা ছাড়তে চলেছে। তারা আরও জানিয়েছেন, মেসির বার্সেলোনা ছাড়ার ব্যাপারে আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই খবর জানিয়েছে বার্সেলোনার এক কর্তা। আগামী 31 শে আগস্টের মধ্যেই নাকি মেসি সরকারি ভাবে বার্সেলোনা ছাড়তে চলেছেন।
গত কয়েক বছর ধরে বারবার মেসির বার্সেলোনা ছাড়ার জল্পনা উঠলেও সেই জল্পনায় জল ঢেলে ছিলেন মেসি নিজেই। তিনি জানিয়েছিলেন আমার বার্সেলোনা ছাড়ার কোনো সম্ভাবনাই নেই, কি করে আমি বার্সেলোনা ক্লাব ছাড়বো? এই ক্লাব না থাকলে আমি আজ এই পজিশনে আসতে পারতাম না। এমনকি আমি হয়তো বেঁচেই থাকতাম না যদি বার্সেলোনা পাশে না থাকতো। তাই আমার বার্সেলোনা ছাড়া আর কোন প্রশ্ন আসতে পারে না।
মেসির বারবার বার্সেলোনা ছাড়ার জল্পনা উঠলেও এবার নাকি মেশিন সত্যিই ক্লাব ছাড়তে চলেছেন এমন খবর শোনা গিয়েছে স্প্যানিশ মিডিয়াতে। এছাড়া আর্জেন্টিনার মিডিয়ার তরফে জানানো হয়েছে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারার পরে মেসি বার্সেলোনা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা।