বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনা চলতি বছরের আগে ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ ছিল। সাম্প্রতিক অতীতের হিসাবে ২০২১ সাল অবধি আর্জেন্টিনা প্রায় ২৮ বছর ধরে ট্রফিহীন ছিল। কিন্তু ব্যর্থতার সেই ধারা কাটিয়ে গত ২ বছরে ৩ টি ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা।
গতবছর কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ ফলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল। রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিয়েছিলেন দি মারিয়া। এরপর চলতি বছরের জুন মাসে দি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং পাওলো দিবালার গোলে ইউরো জয়ী ইতালিকে হারিয়ে ফাইনালেসিমা জিতেছিলেন মেসিরা।
এরপর সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে লিওনেল মেসির জোড়া গোল এবং টাইব্রেকারে গোলরক্ষক এমি মার্টিনেজের অসাধারণ অনুমান ক্ষমতার উপর ভর করে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসিরা। ১৯৮৬তে মারাদোনার আর্জেন্টিনার পর ২০২২-এ মেসির হাত ধরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে তারা।
অসাধারণভাবে ফিফা বিশ্বকাপ জয় করে দেশকে গৌরবান্বিত করার পর আর্জেন্টিনার বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য রিপাবলিক অফ আর্জেন্টিনা তাদের ১০০০ পেসো ব্যাঙ্ক-নোটে লিওনেল মেসির ছবি রাখার প্রস্তাব করেছে। আর্জেন্টাইন দৈনিক এল ফিনান্সিরোর রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ঠাট্টা করে প্রস্তাবগুলো তৈরি করেছেন।
ডেইলি মেইল সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, সংবাদপত্রটি প্রতিবেদনে দাবি করেছে যে ১৮ই ডিসেম্বর কাতার ফিফা ফাইনালের আগেই কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্মকর্তারা এই ব্যাপারটি করা যায় কিনা সেই নিয়ে আলোচনা করেছিলেন, তবে এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে নোটে মেসির ছবি রাখার প্রস্তাবটি ‘ইয়ার্কি করে’ করা হয়েছিল।