দলকে কোয়ার্টার ফাইনালে তোলার রাতে ৪টি রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হারার পর মেক্সিকো এবং পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘শেষ ১৬’-র যোগ্যতা অর্জন করেছিল তারা। এই পর্বে তারা মুখোমুখি হয়েছিল খাতায়-কলমে অনেক দুর্বল অস্ট্রেলিয়ায় যারা নিজেরাও ভাবতে পারেনি যে তারা এতদূর পৌঁছাতে পারবে। ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর তিউনিশিয়া এবং ডেনমার্ককে হারিয়ে নকআউটের যোগ্যতা অর্জন করেছিল তারা।

তবে এই দিন যাবতীয় আকর্ষণের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক নকআউটে কেমন পারফরম্যান্স করে সেই দিকে সকলের নজর ছিল। নিজের সমর্থকদের হতাশ করেননি মেসি। তার এবং জুলিয়ান আলভারেজের গোলেই অস্ট্রেলিয়াকে ২-১ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার তাদের মুখোমুখি ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হওয়া নেদারল্যান্ডস।

Messi vs australia

মেসি নিজের ট্রেডমার্ক বাঁ-পায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে জেতানোর পাশাপাশি চারটি রেকর্ড করে ফেলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক লিওনেল মেসির করা এই চারটি রেকর্ড।

১. চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে দ্বিতীয় ফুটবলার হিসেবে নিজের সিনিয়র আন্তর্জাতিক কেরিয়ারে ১০০০ ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

২. দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন মেসি। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে নিজের শততম ম্যাচটি খেলেছেন তিনি।

৩. কাল লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে নিজের প্রথম নকআউট গোলটি পেয়েছেন। এর আগে বিশ্বকাপের মঞ্চে ৮ টি গোল করলেও সেগুলি সবই ছিল গ্রুপ পর্বে। কাল বিশ্বকাপ তার গোলটি ছিল তার নকআউট পর্যায়ের প্রথম গোল।

৪. আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে ১০০টি গোলের ক্ষেত্রে সহায়তা রেখেছেন লিওনেল মেসি। তার আগে এই কীর্তি করে দেখাতে পারেননি কোনও আর্জেন্টাইন অধিনায়ক।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর