বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতারের মাটিতে বিশ্বকাপ (Qatar World Cup 2022) জয়ের পর তিন মাস কেটে গিয়েছে। তাও যেন এখনো স্বপ্নের সেই যাত্রা থেকে পুরোপুরি আলাদা হতে পারেননি আর্জেন্টিনার (Argentina) সমর্থকরা। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপ ঘরে এনেছিলেন লিওনেল মেসি (Lionel Messi) ও তার সৈনিকরা। এরই মধ্যে গতকাল রাতে পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইয়র্সে (Buenos Aires) মাঠে নেমেছিল লিওনেল স্কালোনির ছেলেরা।
পানামার বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-০ ফলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। পানামা অবশ্য সহজ জয় উপহার দেয়নি আর্জেন্টিনাকে। বেশ কয়েকবার আর্জেন্টাইন অধিনায়ক লিও মেসিকে কড়া ট্যাকেলের মুখোমুখি পড়তে দেখা গিয়েছে। তার হাঁটু কেটে রক্তও বেরোচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত তার বাঁ পায়ের ম্যাজিকে ভর করেই ম্যাচ জিতে নেয় লা অ্যালবিসেলেস্তেরা।
৭৮ মিনিটে তার নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। রিবাউন্ড থেকে দুর্দান্ত শটে পানামা গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনার প্রতিভাবান তরুণ উঠতি ফুটবলার থিয়াগো আলমাডা। এরপর ম্যাচের শেষ লগ্নে নিজেই ফ্রি কিক থেকে গোলরক্ষককে পর আসতে পারেন লিওনেল মেসি। এটি ছিল তার সিনিয়র কেরিয়ারের ৮০০ তম গোল। দেশের জার্সিতে ৯৯ গোল করা হয়ে গেল আর্জেন্টাইন অধিনায়কের। ৬২ তম ফ্রি-কিক গোল করে আর্জেন্টাইন ফুটবলারদের তালিকায় প্রয়াত দিয়েগো মারাদোনাকে টপকে ওই দেশের সবথেকে বেশি ফ্রি-কিক গোলের মালিক হয়ে গেলেন তিনি।
ম্যাচ জেতার পর প্রত্যেক সতীর্থর হাতে একটি করে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা তুলে দেন লিওনেল মেসি।উপস্থিত ছিলেন ফুটবলারদের পরিবারের সদস্যরাও। তারপর উপস্থিত প্রায় ৮৫,০০০ জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা যে স্নেহ পেয়েছি তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য নয়, কোপা আমেরিকার জন্যও। আমরা বলেছিলাম যে এর জন্য আমাদের যা যা করা সম্ভব আমরা করতে যাচ্ছি। ব্যক্তিগতভাবে, আমি সবসময় এই মুহুর্তের স্বপ্ন দেখেছি। আপনাদের সাথে আমার দেশে, আর্জেন্টিনায় একটি কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং সেরা ট্রফি বিশ্বকাপ জিতে উদযাপন করার।”
তিনি আরও বলেন, “আজকে দিনটা আমাদের। যেখানে আমরা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপন করছি। কিন্তু আমি সেই সব সতীর্থদের ভুলে যেতে চাই না যারা আগে সেই চেষ্টায় ছিল, যারা কাপ জেতার জন্য তাদের সেরাটা দিয়েছিল। আমরা কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম তাদের জন্য। তাদেরও আর্জেন্টাইন জনগণের সমস্ত স্বীকৃতি প্রাপ্য কারণ তারা এই জার্সির জন্য তাদের সমস্ত কিছু দিয়েছিল।”