বিশ্বকাপের পর মাঠে ফিরেই গোল মেসির! রোনাল্ডোর মুখোমুখি হতে প্রস্তুত আর্জেন্টাইন মহাতারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে সোনার সময় কাটাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। গত ডিসেম্বর মাসের ১৮ তারিখে ফ্রান্সকে (France) হারিয়ে বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছিল মেসির আর্জেন্টিনা (Argentina)। ওই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি টাইব্রেকারে পেনাল্টি থেকেও গোল করেছিলেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের (Brazil World Cup 2014) ফাইনালে হতাশা কাটিয়ে কাতারে নিজের ফুটবল জীবনের সবচেয়ে কাঙ্খিত মুহূর্তটা উপহার পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

তারপর দীর্ঘদিন বিশ্রাম নিয়ে প্রায় একমাস পরে ম্যাচে ফিরলেন পিএসজির হয়ে। কাল রাতে পিএসসির স্কোয়াডে ছিল না এমবাপ্পে। কিন্তু তার জন্য লিগ টেবিলের ২০ নম্বরে থাকা এঞ্জার্সের বিরুদ্ধে জয় পেতে কোন অসুবিধাই হয়নি প্যারিসের ক্লাবটির। মেসি একটি গোল করেছেন এবং এই নিয়ে দেশ ও ক্লাবের জার্সিতে টানা পাঁচ ম্যাচে গোল পাওয়ার রেকর্ড গড়লেন তিনি।

Messi neymar

পিএসসির পরবর্তী ম্যাচ রেনেসর বিরুদ্ধে আগামী রবিবার। তারপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন সৌদি আরবের ক্লাব আল নাসের ও আল হিলালের সম্বলিত একাদশের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরব উড়ে যাবেন মেসি, এমবাপ্পেরা। পিএসসির সাধারণ লিগ ম্যাচগুলির থেকে সেই ম্যাচ নিয়েই বেশি উত্তেজিত ফুটবল সমর্থকরা।

সেই ম্যাচ আরো একটি কারণে বিশেষ। ওই ম্যাচেই আল নাসেরের হয়ে অভিষেক ঘটবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। যদিও সেটি কোন অফিসিয়াল ম্যাচ নয় তাও ৩৮ বছর বয়সী পর্তুগিজ মহাতারকাকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। তারপরে ২১ তারিখে আল নাসেরের হয়ে অফিসিয়াল অভিষেক হওয়ার সম্ভবনা সিআরসেভেনের।

ম্যাচটিকে মেসিরা খুব বেশি যে গুরুত্ব দিতে চাইবে না তা সকলেই জানেন। তবু তাদের জয়ের সম্ভাবনাই ৯০ শতাংশ। পিএসজি চলতি বছরে এখনো তিনটি প্রতিযোগিতাতেই শিরোপা দখলের লড়াইয়ে রয়েছে। ফেব্রুয়ারি মাসে তারা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ পর্বে মুখোমুখি হবে জার্মান জায়ান্টস বায়ার্ন মিউনিখের। ওই ম্যাচের আগে কেউই চাইবেন না যে প্রধান ফুটবলারদের কেউ আঘাতপ্রাপ্ত হোক একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর