‘দেখো এটা কি!’ চ্যাম্পিয়ন হয়ে মারাকনায় দাঁড়িয়েই স্ত্রীকে ভিডিও কল করলেন মেসি, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ক্লাব ফুটবলে একের পর এক সাফল্য পেলেও আন্তর্জাতিক ফুটবলে বারবার ব্যর্থ হতে হয়েছে ফুটবলের মহাতারকা লিও মেসিকে। 2014 ফুটবল বিশ্বকাপ হোক কিংবা 2016 কোপা আমেরিকা স্বপ্নপূরণের সামনে গিয়েও ব্যর্থ হয়ে খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। বারবার হারের যন্ত্রণা ক্ষত বিক্ষত করে দিয়েছিল এই মহাতারকাকে।

কিভাবে খেললে চ্যাম্পিয়ন হওয়া যাবে? নিজেকে কতটা উজার করে দিলে দেশকে চ্যাম্পিয়ন করা যাবে? এই সব প্রশ্নই হইতো মেসির মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর তাই আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে নামার আগে মেসি হয়তো মনে মনে ঠিকই করে ফেলেছিলেন আজ চ্যাম্পিয়ন হয়েই তিনি মাঠ ছাড়বেন। বাস্তবেও তেমনটাই হল। মেসি গোল না করলেও সতীর্থ ডি মারিয়ার গোলে স্বপ্নপূরণ হল মেসির।

https://youtu.be/ZnajSLV2eB0

ম্যাচের শেষ বাঁশি বাজার পর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বোধ হয় লিও মেসিই ছিলেন। আর তাই ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এক মুহূর্তও দেরি করলেন না তিনি, মারাকানা মাঠের মধ্যে দাঁড়িয়েই স্ত্রীকে ভিডিও কল করলেন মেসি। গলায় ঝুলতে থাকা চ্যাম্পিয়নের মেডেল ঠোঁটের সামনে ধরে চিৎকার করে মেসি বলে উঠলেন, “দেখো এটা কি!” মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মেসির এমন কর্মকাণ্ড দেখে উচ্ছ্বাসে ভাসছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি মেসি ভক্ত।

Udayan Biswas

সম্পর্কিত খবর