চুক্তি শেষ হওয়ার অপেক্ষা নয়, যত দ্রুত সম্ভব বার্সেলোনা ছাড়তে চান মেসি

বাংলাহান্ট ডেস্কঃ আগামী বছর জুন মাসে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার সঙ্গে। তারপর তিনি নাকি আর বার্সেলোনার হয়ে খেলতে চান না স্প্যানিশ মিডিয়ায় প্রচারিত এই খবরই আলোড়ন ফেলে দিয়েছিল ফুটবল দুনিয়ায়। তারপর ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হন স্বয়ং বার্সেলোনা সভাপতি নিজেই। তিনি জানিয়েছিলেন বার্সেলোনা থেকেই মেসি অবসর নেবেন, মেসির বার্সেলোনা ছাড়ার কোন প্রশ্ন নেই।

কিন্তু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হার স্বীকার করতে হয় বার্সেলোনাকে। আর তারপর থেকেই ক্লাবের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে মেসির। জানা গিয়েছে মেসি আর আগামী মরশুম পর্যন্ত অপেক্ষা করতে চাননা, তার আগেই যত দ্রুত সম্ভব ক্লাব ছাড়তে চান মেসি।

7520624861ee4a0430933b46dce798f7d48e2e369aae29e276a753cb8cce7a28e5335e70

যেই স্প্যানিশ মিডিয়া নেইমারের বার্সা ছাড়ার কথা প্রকাশ্যে এনেছিলেন সেই স্প্যানিশ মিডিয়া দাবি করছেন যে, গত কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে বার্সেলোনার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে লিওনেল মেসির। বার্সেলোনা কোচ থেকে শুরু করে বেশ কয়েকজন বার্সেলোনার ফুটবলারের পারফরমেন্সে খুশি ছিলেন না মেসি। আর সেই কারণেই মেসি ক্লাব ছাড়তে চান। এর আগেও বহুবার মেসির বার্সেলোনায় ছাড়া নিয়ে জল্পনা তৈরি হলেও এবার নাকি মেসি বার্সেলোনা ছাড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

Udayan Biswas

সম্পর্কিত খবর