বাংলা হান্ট নিউজ ডেস্ক: গোটা কেরিয়ারে কেবলমাত্র একটিই ট্রফি অধরা ছিল লিওনেল মেসির। ২০২২ সালের শেষ মাসে এসে সেই অধরা বিশ্বকাপ ট্রফিও নিজের হাতে তুলতে পেরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোটা টুর্নামেন্টে ৭ টি গোল এবং ৩ টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পেরেছে মোট ছয়বার। এর মধ্যে কেবলমাত্র তিনবার তারা ট্রফিটার উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করতে পেরেছে। মেসি নিজের কেরিয়ারে দুবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। এর আগে ২০১৪ সালে ফাইনালে পৌঁছলেও জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসির।
আপাতত নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিজের বাড়িতে বসে এই সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। তার ইনস্টাগ্রামে পোস্ট করা বিশ্বকাপ হাতে ছবিটিও যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং হয়ে উঠেছে সবচেয়ে বেশি লাইক সংগ্রহ করা ইনস্টাগ্রাম পোস্ট। স্বাভাবিকভাবেই এখন হালকা মেজাজে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কিন্তু এর মাঝে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে। মেসিকে আবার কবে মাঠে দেখা যাবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। নিজের প্যারিসের ক্লাব পিএসজিতে ফিরে একবার নেইমারের এবং কিলিয়ান এমবাপ্পের সাথে জুটি বেঁধে ইউরোপ কাঁপানোর চেষ্টা করবেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা।
সূচি বলছে যে এরপর পিএসজি আবার মাঠে নামবে ২৯শে ডিসেম্বর। স্ট্রাসবার্গের বিরুদ্ধে লিগের ম্যাচে মাঠে নামবেন তারা। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক এখনো ক্লাবে যোগ দেননি। তাই সেই ম্যাচে তার স্কোয়াডে থাকার সম্ভাবনা কম। খুব সম্ভবত পরের বছর ৭ই জানুয়ারী চ্যাটেআওরেক্সের বিরুদ্ধে কোপা দে ফ্রান্সের ম্যাচে মাঠে ফিরবেন মেসি।