আজ রাতে মেসিদের মুখোমুখি লেওয়ানডোস্কির পোল্যান্ড, শেষ ১৬-র টিকিট পেতে মরিয়া আর্জেন্টিনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড এবং আর্জেন্টিনা। এই মুহূর্তে গ্রুপ ‘সি’তে পোল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সমসংখ‍্যক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সৌদি আরব। গ্রুপের শেষ স্থানে এক পয়েন্ট নিয়ে রয়েছে মেক্সিকো, যারা অঙ্কের বিচারে এখনও টিকে রয়েছে গ্রূপে।

আজ যখন মেসির আর্জেন্টিনা এবং লেওয়ানডোস্কির পোল্যান্ড একে অপরের মুখোমুখি হবে তখন একই সময়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সৌদি আরব এবং মেক্সিকো। প্রত্যেক দলই জেতার জন্য নিজেদের সবটা দিয়ে লড়বে, কারণ কেউই পুরোপুরি সুরক্ষিত নয়। তার মধ্যেও বিশেষ করে ফুটবলপ্রেমীদের নজর থাকবে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচের দিকে।

রাস আবু আবদ স্টেডিয়ামে পোল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। গত ম্যাচে মেসির দুর্দান্ত পারফরমেন্সে ভর করে মেক্সিকোকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে নামার আগে পোল্যান্ড শীর্ষস্থানে থাকলেও তারা একেবারেই ভালো ফুটবল খেলতে পারেনি। লেওয়ানডোস্কিরা মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে জেতার সুযোগ পেয়েও নষ্ট করেছিল। সৌদি আরবের বিরুদ্ধে গোলরক্ষক সেজনি পেনাল্টি বাঁচিয়ে পোল্যান্ডকে রক্ষা করেছিল যার পরে লেওয়ানডোস্কির গোলে ম্যাচ জেতে তারা।

কোনওক্রমে ভাগ্যের জোরে এখনও অবধি টুর্নামেন্ট ভালো জায়গায় থাকা পোল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। আরও একবার মেসি ম্যাজিকের অপেক্ষায় থাকবে বিশ্ব। আজকে জিতলে গ্রুপশীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে আর্জেন্টিনা। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা এড়িয়ে যেতে পারবে ফ্রান্সকে। সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের ম্যাচে ড্র করলেও আর্জেন্টিনার সুযোগ থাকছে পরের রাউন্ডে পৌঁছানোর।

আজকের মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচে যদি মেক্সিকো ১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় এশিয়ার দলটিকে, তাহলেও নক আউট নিশ্চিত আর্জেন্টিনার। গোলপার্থক্য ও সম্মুখ সমর দুই জায়গাতেই মেক্সিকোর থেকে এগিয়ে আর্জেন্টিনা। সেক্ষেত্রে দ্বিতীয় হয়ে ‘শেষ ১৬’ পর্যায়ে পৌঁছবে তারা। তবে তেমন সমীকরণ না ভেবে মেসির ম্যাচে কে ভর করে আর্জেন্টিনার যে নিজেদের দমেই পরের রাউন্ডে পৌঁছবে সেই ব্যাপারে নিশ্চিত আর্জেন্টাইন ভক্তরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর