বাংলা হান্ট ডেস্ক : দরিদ্র ও অসুস্থ ছেলে মেয়েদের চিকিত্সার ব্যয় বহন করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন তিনি ও তাঁর স্ত্রী। তাই তো নিয়েছিলেন এক হাজার অসুস্থ শিশুর দায়িত্ব। সেটি যে শুধু মাত্র কথার কথা নয় তার প্রমান মিলল। কথা দিয়ে যে কথা রাখতে তিনি জানেন তা আবারও প্রমান করলেন ফুটবল তারকা মেসুট ওজিল। তাইতো বিশ্বের এক হাজার শিশুর দায়িত্ব নেওয়া মেসুট ওজিল ও তাঁর স্ত্রী এখনও অবধি মোট ২১৯ জন শিশুর সফল অস্ত্রোপচার করে নজির গড়লেন।
বিগ শো চ্যারিটি নামে একটি সংস্থার তরফ থেকে এই অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে। তবে এত বড় সাফল্যের পর আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারেননি মেসুট আর তাই তো ট্যুইট করে সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন, ”২১৯ জন বাচ্চার অপারেশন হয়েছে। এখনও অনেকটা দূর পথ চলা বাকি। ২০১৯ সালের জুন মাসে বিয়ের সময় আমি এবং আমার স্ত্রী বিশ্বের এক হাজার অভাবী এবং অসুস্থ শিশুর জীবন বদলে দেওয়া অপারেশনের ব্যয় বহন করব বলে জানিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি।”
219 operations are already done, but there’s still many more to come going forward! As my wife Amine and I announced before our wedding in June 2019, we're covering the costs of another 1,000 life-changing surgeries for children in need around the world. 1/3 pic.twitter.com/HSY8rdiogp
— Mesut Özil (@M10) December 24, 2019
জানা গিয়েছে বরাবরই উদার মনোভাবের পরিচয় দিয়ে এসেছেন তুরস্কের এই ফুটবলার। তাই তো এখনও অবধি নিজের দেশের দুঃস্থ শিশুদের সাহায্য় করে থাকেন তিনি। তবে এই ভাবে অসুস্থ শিশুদের চিকিত্সার ব্যবস্থা করিয়ে তিনি যে আরও বড় মানসিকতার পরিচয় দিলেন তাতো বলার অপেক্ষা রাখে না।