বাংলাহান্ট ডেস্ক : বুধবার রাতে আচমকা কপাল পুড়ল নেটপাড়ার বাসিন্দাদের। আচমকাই বন্ধ হয়ে গেল ফেসবুকের (Facebook) নিউজ ফিড, বিভ্রাট দেখা গেল ইনস্টাগ্রামেও (Instagram)। শুধু তাই নয়, বহু হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীকেও সমস্যায় পড়তে হয়। তবে, ঠিক কী কারণে এই গোলযোগ দেখা দিল মেটার (Meta) তরফে সেই বিষয়ে স্পষ্ট কোন ইঙ্গিত এখনও মেলেনি।
মেটার (Meta) মালিকানাধীন সোশ্যাল মিডিয়ায় বিপত্তি
জানা গিয়েছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ফেসবুক লগইন করার ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেন ব্যবহারকারীরা। বহুবার চেষ্টার পরেও মোবাইলে স্ক্রিনে ভেসে উঠতে থাকে একটাই বার্তা ‘পরিষেবা উপলব্ধ নয়’। এমনকি, মোবাইল অ্যাপের মাধ্যমে মেসেজ করলেও মেসেজ গ্রাহকদের কাছে পৌঁছয়নি। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই কাজ করা বন্ধ করে দেয় মেটার (Meta) মালিকানাধীন ইনস্টাগ্রামও।
আরোও পড়ুন : কয়েক কোটি টাকার ধাক্কা, আমূল বদলে যাচ্ছে মন্নত! বিশেষ অনুমতির জন্য আবেদন শাহরুখ-গৌরির
ফেসবুক ইউজাররা বহুবার তাদের নিউজ ফিড রিফ্রেশ করার চেষ্টা করলেও নতুন কোনও পোস্ট দেখতে পারছিলেন না। এমনকি, ফেসবুকে কোন নির্দিষ্ট ব্যক্তি বা কোন পেজকে সার্চ করলেও সেটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক্সে অনেকে জানান তাঁদের হোয়াট্সঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিভ্রাট সংক্রান্ত সমস্যার কথা।
সূত্রের খবর, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিকল হয়ে যাওয়াকে কেন্দ্র করে ১ লক্ষ ৩০ হাজার ইউজার সরকারিভাবে অভিযোগ জানিয়েছেন। প্রাথমিক অবস্থায় অনুমান করা হয়েছিল, ব্রিটেন-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এই সমস্যা দেখা গিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যায় যে, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার অধিকাংশ দেশের ব্যবহারকারীরা দুর্ভোগের শিকার। তবে মেটার (Meta) তরফে এখনো পর্যন্ত কোন সদুত্তর মেলেনি।