এক রাতে ক্ষতি প্রায় ১৪ লক্ষ কোটি টাকা! দেউলিয়া হওয়ার পথে ফেসবুক! মাথায় হাত সংস্থার

বাংলাহান্ট ডেস্ক : বিপুল ধস ফেসবুকের জনপ্রিয়তায়। ৬ মাসে প্রায় ১০ লক্ষ ইউজার খোয়ালো মার্ক জুকারবার্গের সংস্থা। বিপুল ক্ষতির মুখে ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা। শেয়ার বাজারে ভয়াবহ হারে কমেছে দরও। যার জেরে গত ৭ বছরে এই প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী ১০ ব্যক্তির তালিকা থেকে বাদ পড়ল জুকারবার্গের নাম।

গত দুই ত্রৈমাসিকে ১০ লক্ষ মানুষ ফেসবুক ছেড়েছেন। এর জেরে ফেসবুকের আয় কমেছে প্রায় ৮%। এখানেই শেষ নয় শেয়ার বাজারে রাতারাতি ২২% হ্রাস পেয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটার দর। যার ফলে ১৯৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে একরাতেই। ভারতীয় মুদ্রায় যার হিসেব প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা।

এই বিরাট ধাক্কায় কার্যতই বেসামাল ফেসবুক সহ মার্ক জুকারবার্গও। একরাতে তাঁর সম্পদহানি হয়েছে ২৮৬০ কোটি মার্কিন ডলারের। মাত্র ২৪ ঘন্টা আগেও তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ১২০৬০ কোটি ডলার, কিন্তু রাতারাতি তা কমে হয়েছে ৯২০০ কোটি ডলার। এই বিনা মেঘে বজ্রপাতের কারণে ২০১৫ সালের পর থেকে এই প্রথম পৃথিবীর সবচেয়ে ধনী ১০ ব্যক্তিদের তালিকা থেকে বাদ পড়ল তাঁর নাম।।

গোটা পৃথিবীতে রোজ প্রায় ২০০ কোটি মানুষ ব্যবহার করেন ফেসবুক। সেখানে ১০ লক্ষ মাত্র মানুষ ফেসবুক ত্যাগ করলে কী এমন প্রভাব পড়বে, এমনটাই প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু মেটার দাবি, এত কম সময়ে এত মানুষের ছেড়ে যাওয়ায় বিপুল নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসায়। ফলে তাদের ‘মার্কেটিং বিজনেস’ ও ক্ষতির মুখেই পড়েছে। এই বিপর্যয়ের জন্য অবশ্য অন্যান্য অ্যাপগুলিকেই দুষছে মেটা।

The name of Facebook has been changed to Meta: Mark Zuckerberg

তাদের দাবি প্রতিযোগিতার বাজারে অন্যান্য অ্যাপ গুলি ফেসবুকের ইউজার টানছে। একই সঙ্গে ফেসবুকের সম্পর্কে নেতিবাচক ধারণা ছড়াচ্ছে ওই অ্যাপগুলি। এই বিপুল ধসের জন্য টিকটকের নামও উল্লেখ করেছে ফেসবুক। তবে আমেরিকার ইতিহাসে বিরল এহেন আর্থিক বিপর্যয়ের মুখে পড়েও কীভাবে ঘুরে দাঁড়াবেন মেটা কর্তা? কীই বা হতে চলেছে ফেসবুকের নতুন চমক? সেই দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর