এবার জম্মু কাশ্মীরেও ছুটবে মেট্রো রেল

বাংলা হান্ট ডেস্ক: দেশের বেশ কয়েকটি বড় বড় শহরে রয়েছে মেট্রো রেল। এবার এই রেল ব্যবস্থা চালু হতে চলেছে জাম্মু কাশ্মীরেও। প্রশাসন জানিয়েছে আগামী চার বছরের মধ্যেই মেট্রো রেল পরিষেবা চালু হবে জম্মু-কাশ্মীরের দুই রাজধানী শহর জম্মু ও শ্রীনগরে। এই পরিষেবা চালু হলে বেশ সস্তা ও উন্নত হয়ে যাবে উপত্যকার যোগাযোগ ব্যবস্থা।

1525585076 1525513457 kashmir rail

জম্মু ও শ্রীনগরে প্রথম দফায় মেট্রো রেল চালু করতে খরচ ধরা হয়েছে ৮,৫০০ কোটি টাকার। রাজ্য ও কেন্দ্র দুজনেই একত্রিতভাবে এই অর্থ ব্যয় করবে। প্রথম দফায় মেট্রো সংযোগের আওতায় আসবে বেমনিয়া থেকে হাজুরি বাগ যাওয়ার ২৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা, ২৪টি স্টেশন থাকবে এই পথে।

দ্বিতীয় দফায় ইন্দিরা নগর থেকে পাম্পোর এবং হাজুরি বাগ থেকে শ্রীনগর এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। ১৪টি স্টেশন থাকবে এই ১৭.৫ কিলোমিটার পথে। প্রথম দফায় জম্মু শহরের বানতালাব থেকে গ্রেটার কৈলাশ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে।

সম্পর্কিত খবর