কোন স্টেশনে নামলে কী ঠাকুর? উত্তর থেকে দক্ষিণ, এবার মেট্রোতেই করুন বড়পুজোগুলো দেখার প্ল্যান

বাংলাহান্ট ডেস্ক : আজকাল দুর্গা পুজোয় বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঠাকুর দেখতে আসেন কলকাতায়। পুজোর কটা দিন সারা শহরে সৃষ্টি হয় ব্যাপক যানজট। কিন্তু কলকাতার উত্তর থেকে দক্ষিণ সংযুক্ত পাতাল পথে। কলকাতা মেট্রোর স্টেশনগুলির আশেপাশে বেশকিছু বড় নামকরা পুজো হয়ে থাকে।

আজ আমরা এই প্রতিবেদনে আলোচনা করব কোন কোন মেট্রো স্টেশন থেকে কোন দুর্গা মন্ডপগুলি আপনারা সহজেই যেতে পারবেন।

১) চৌদার পল্লী সার্বজনীন ও সিঁথি সার্বজনীন কলকাতার অন্যতম দুটি বড় দুর্গা পুজো। দমদম মেট্রো স্টেশনের খুব কাছেই রয়েছে এই দুটি পুজো মণ্ডপ। মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, বেলগাছিয়া সার্বজনীন, টালা পার্ক প্রত্যয়, নতুন পল্লী প্রদীপ সংঘ, লেকটাউন অ্যাসোসিয়েশন, ভরতচক্র, শ্রীভূমি, দমদম পার্কের পুজো কাছে পড়বে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে।

২) বাগবাজার, শ্যাম স্কোয়ার, ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জী পার্কের পুজো একদম সামনে পড়বে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে। আহিরিটোলা, বেনিয়াটোলা, কুমারটুলি পার্ক, হাতিবাগান সার্বজনীন, নর্থ ত্রিধারা, নলীন সরকার স্ট্রিট, নবীন পল্লী, সিকদার বাগান, অ্যাটলাস ক্লাব, গৌরিবাড়ি, তেলেঙ্গানা বাগান, চালতা বাগানের মতো উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখতে পারবেন শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে। বেডন স্ট্রিট, কাশী বোস লেন, শিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, পাথুরিঘাটা পাঁচের পল্লীর দুর্গাপুজো মন্ডপে সহজেই যেতে পারবেন গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে।

আরোও পড়ুন : হাতে রাখুন সামান্য টাকা, বিশাল সস্তায় পুরী ভ্রমণের দুর্দান্ত সুযোগ! মিস করলেই পস্তাবেন

৩) মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছেই পাবেন চোরবাগান সার্বজনীন, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজো। সন্তোষ মিত্র স্কোয়ার ও সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে।

৪) হরিশ পার্ক, ২২ পল্লী, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ৭৫ পল্লী, সঙ্ঘমিত্রা, ম্যাডক্স স্কোয়্যার, ৭৬ পল্লী, ভবানীপুর স্বাধীন সংঘ ক্লাবের পুজো নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে পড়বে। ২৩ পল্লী, ফরোয়ার্ড ক্লাব, মাতৃ মন্দির, বকুল বাগান সার্বোজনীন দুর্গোৎসবে সামিল হওয়ার জন্য আপনাকে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারের চাকরি! ৯ হাজার RPF নেবে রেল, মিলবে মোটা বেতন

৫) দেশপ্রিয় পার্ক, সঙ্ঘশ্রী, নবোদয় সংঘ, বাদামতলা, সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, এগডালিয়া এভারগ্রিন, সিংহী পার্কের মতো বিখ্যাত দুর্গা পুজোগুলি কালীঘাট মেট্রো স্টেশনের কাছেই পড়বে।

Be careful before planning the puja! Horrible predictions came ahead

৬) নবপল্লী সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিবমন্দির ও তরুণ সংঘের পুজো খুব কাছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে। অশোকনগর, অজয় সংঘতি, বড়িশা ক্লাব, পল্লী উন্নয়ন সমিতি, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লী ক্লাব, হরিদেবপুরের পূজা মন্ডপগুলি মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনের খুব কাছেই। উদয়ন সংঘের পুজো বিগত কয়েক বছরে  দর্শনার্থীদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করেছে। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের খুব কাছেই এই পুজো মন্ডপ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর