বাংলাহান্ট ডেস্ক : শেষ হয়েছে দুর্গাপুজো। চারদিনের উৎসব শেষে মন খারাপ প্রত্যেকটা বাঙালির। তবে দুর্গাপুজোর রেশ এখনো কিন্তু পুরোপুরি ভাবে শেষ হয়নি। সামনেই রয়েছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো উপলক্ষে সেজে উঠবে প্রত্যেকটা বাঙালি বাড়ি। মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হবে ৮ থেকে ৮০ সবাই।
মেট্রোর (Metro) সময়সূচিতে পরিবর্তন
ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর প্রস্তুতি। লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ ১৬ অক্টোবর মেট্রো (Metro) চলাচল নিয়ে বিশেষ বার্তা দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো জানিয়েছে এদিন কোন লাইনে কটা থেকে কটা পর্যন্ত পরিষেবা দেবে মেট্রো। কলকাতা মেট্রো জানিয়েছে, ১৬ তারিখ ব্লু লাইনে পরিষেবা দেবে মোট ১৯০ টি মেট্রো।
আপ ও ডাউনের এক একটি দিকে ৯৫ টি করে মেট্রো (Metro) চলবে এদিন। ব্লু লাইনে ১৬ তারিখ প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর এই দুই দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে একটি করে বিশেষ মেট্রো।
আরোও পড়ুন : দ্রোহ কার্নিভাল পণ্ড করতেই ১৬৩ ধারা? সোজা হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা
১৬ অক্টোবর গ্রিনলাইন ১-এ আপ-ডাউন মিলিয়ে মোট ৯০ টি মেট্রো পরিষেবা দেবে। এদিন শিয়ালদা মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো (Metro) ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। সল্টলেক থেকে সকাল ৭টা ৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। রাত ৯ টা ৪০ মিনিটে এদিন শেষ মেট্রো ছাড়বে শিয়ালদা থেকে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ অক্টোবর মোট ১১৮টি মেট্রো চলবে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে। এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান স্টেশন থেকে এদিন প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৭টা ও সকাল ৭টা ১০ মিনিটে এবং এই দুটি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪৪ মিনিটে ও রাত ৯টা ৫৪ মিনিটে।