বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় আমাদের শহর কলকাতায়। তারপর ধীরে ধীরে দেশের একাধিক শহরে পথ চলা শুরু করেছে মেট্রো। কিছুদিন আগেই আমার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো সিস্টেম চালু হয়েছে কলকাতাতেই। সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন এসেছে মেট্রোর প্রযুক্তিতে।
হোয়াটসঅ্যাপে মেট্রোর নয়া টিকিট (Metro Ticket)
কাগজের টিকিটের বদলে এসেছে টোকেন। এছাড়াও বাড়ি বসেই অ্যাপের মাধ্যমে রিচার্জ করে নেওয়া যাচ্ছে মেট্রোর স্মার্ট কার্ড। তবে এবার মেট্রোর যাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপে টিকিট (Metro Ticket) পরিষেবা শুরু করল মুম্বাই মেট্রো (Mumbai Metro)। মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড নিয়েছে দুর্দান্ত এই উদ্যোগ।
২টি লাইনের যাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপে টিকিট পরিষেবা শুরু করা হল নবরাত্রির দিন। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট Whatsapp নম্বরে হাই পাঠিয়ে অথবা স্টেশনে থাকা কিউআর কোড স্ক্যান করেই কাটা যাবে মেট্রোর টিকিট (Metro Ticket)। এই অত্যাধুনিক সুবিধা আপাতত পাবেন ২এ এবং ৭, এই ২ মেট্রো লাইনের যাত্রীরা।
আরোও পড়ুন : দেখা করলেও কথা বলেননি রাজ্যপাল, অসন্তুষ্ট জুনিয়র ডাক্তাররা, ‘নারী নির্যাতনে অভিযুক্ত…’ খোঁচা দেবাংশুর
Whatsapp এর মাধ্যমে টিকিট কাটলে টিকিট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইনবক্সে। অর্থাৎ স্টেশনে গিয়ে টিকিট কাটার ঝামেলা থেকে মিলবে মুক্তি। অত্যন্ত সহজ এই পদ্ধতি ব্যবহার করে যাত্রীরা হয়রানি ছাড়াই মেট্রোর টিকিট কেটে ফেলতে পারবেন।হোয়াটসঅ্যাপে কাটা টিকিট দেখাতে হবে স্টেশনে। তারপর এন্ট্রি নিতে পারবেন প্ল্যাটফর্মে। ডিজিটাল ভারতের পথে অগ্রসর হতে এটি যে অনন্য একটি উদ্যোগ তা বলা যেতেই পারে।
আপাতত খুব স্বল্প পরিসরে এই পরিষেবা চালু করেছে মহা মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড। মহা মুম্বাই মেট্রো কর্তৃপক্ষের এই উদ্যোগ আগামী দিনে অন্যান্য মেট্রো কর্তৃপক্ষকেও অনুপ্রেরণা দিতে পারে। সেক্ষেত্রে আগামী দিনে হয়ত কলকাতা মেট্রোতেও যাত্রীরা পেতে পারেন হোয়াটসঅ্যাপে টিকিট কাটার সুবিধা।