বাংলাহান্ট ডেস্ক :পুজো মানেই নতুন জামাকাপড় আর প্যান্ডেল হপিং। তবে অনেকেই পুজোয় ভিড় ঠেলে ঠাকুর দেখতে পছন্দ করেন না। বিগত কয়েক বছরগুলিতে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসেন ঠাকুর দেখতে। এর ফলে রাস্তাঘাটে সৃষ্টি হয় মাত্রারিক্ত যানজটের। কিন্তু সড়কপথে যানজট থাকলেও, পাতাল পথে কিন্তু আপনারা সহজেই প্যান্ডেল হপিং সারতে পারেন।
কলকাতা মেট্রো পুজোর কটা দিন বিশেষ পরিষেবা দেবে যাত্রীদের। এমনকি সারারাত চলবে মেট্রো। ভোর ৬টা ৫০ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে পঞ্চমী ও ষষ্ঠীর দিন। পঞ্চমী ও ষষ্ঠীর দিন দমদম ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬ঃ৫০ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে।
সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে কবি সুভাষ যাওয়ার জন্য। অর্থাৎ একদম সকাল থেকেই দর্শনার্থীরা বেরিয়ে পড়তে পারবেন প্যান্ডেল হপিং এর জন্য। পুজোর বাকি দিনগুলোর মতো ২৮৮টি (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন) মেট্রো চলাচল করবে পঞ্চমী ও ষষ্ঠীর দিন।
আরোও পড়ুন : ভারতকে প্রবল চাপে ফেললো বাংলাদেশ! চোট পেয়ে মাঠের বাইরে তারকা অলরাউন্ডার হার্দিক
এই দুইদিন কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশ্যে এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৫৫ মিনিটে। রাত ১০টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত শেষ মেট্রো হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ভোর ৩টে ৪৮ মিনিটে আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ভোর ৩টে ৪৮ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ ভোর ৪টে ও কবি সুভাষ থেকে দমদম ভোর ৪টে। দশমীর দিন কবি সুভাষ, দমদম, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর একটায়। দশমীর দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৪৮, রাত ৯টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, রাত ১০টা দমদম থেকে কবি সুভাষ ও রাত ১০টা কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে।