বাংলা হান্ট ডেস্ক: ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হওয়ার আগেই ঘটল দুর্ঘটনা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী মেট্রোর কাজে কর্মরত অস্থায়ী কর্মীর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এসপ্ল্যানেডে টানেলে। কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে, মৃত ওই কর্মীর নাম সঞ্জয় মাহাত(৪১) । তিনি শিবপুর বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা।
কেএমআরসিএল সূত্রে জাা গিয়েছে, টানেলের ভিতরে কংক্রিটের স্ল্যাব সরানোর সময় তিনি পা পিছলে পড়ে যান। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, জানা গেছে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেই দিনই প্রধানমন্ত্রী মোদী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক অংশের উদ্বোধন করবেন। বর্তমানে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছ’টি স্টেশনে জোরকদমে করে নেওয়া হচ্ছে ফাইনাল ট্রায়াল রান।
প্রসঙ্গত এ বছর দুর্গা পুজোর আগেই এই সল্টলেক মেট্রো চালু হওয়ার কথা ছিল। কিন্তু এর মাঝখানে বউবাজারে মেট্রোর কাজ চলাকালীন বিপর্যয় ঘটায় সেই পরিস্থিতি সামলাতে বেশি মন দেন কেএমআরসিএল। তবে খুব একটা বেশি দেরি হয়নি, কালী পুজোর আগেই শুরু হচ্ছে এই মেট্রো ব্যবস্থা।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী সল্টলেকে মেট্রো চালু হওয়া নিয়ে আর বেশি দেরি করতে চায়না রেলবোর্ড, তাই শুভস্য শীঘ্রম এই মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে সল্টলেক মেট্রোর শুভ আরম্ভ করবেন৷ তাই সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছ’টি স্টেশনে ট্রায়ালরান চলছে জোরকদমে।