মেট্রোরেল পরিবহন শ্রমিকদের ধর্মঘট, ভোগান্তি যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক: সরকারের প্রস্তাবিত নতুন পেনশন প্রকল্পের প্রতিবাদে এবার পথে নামল প্যারিসের শ্রমিকরা। প্যারিসের ম্যাকরণ সরকার মেট্রো শ্রমিকদের জন্য ‘এক পেনশন নীতি’ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু মেট্রোরেল শ্রমিকরা আশঙ্কা করছেন, নতুন পরিকল্পনা নীতি গ্রহণ করলে তারা বৈষম্যের শিকার হবে। এক দশক ধরে অবসর নেওয়ার ক্ষেত্রে মেট্রো শ্রমিকরা যে সুযোগসুবিধা ভোগ করতেন তাও পাবেন না বলে আশঙ্কা করেন।

images 54

ম্যাকরণ সরকারের নতুন মেট্রো নিয়ম অনুযায়ী পরিবহন শ্রমিকদের ৫৫ বছরে অবসর নিতে হয় ও মেট্রোরেল শ্রমিকরা ৬৩ বছর বয়সে অবসরের সুবিধা ভোগ করেন।

ম্যাকরণ সরকারের এই নিয়ম মানতে চাইছে না প্যারিসের মেট্রো শ্রমিকরা। তাই শুক্রবার কর্ম ধর্মঘট করেন তারা। শ্রমিকরা ১৬টি মেট্রো রুটের ১০টি বন্ধ করে দেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। প্যারিস জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মজীবীদের হেঁটে ও সাইকেল চালিয়ে কর্মস্থলে পৌঁছতে হয়।

সম্পর্কিত খবর