মেট্রোরেল মৃত্যুর ঘটনা চাঞ্চলতথ্য,পরিবারের পাসে সিপিএম

রাজীব মুখার্জী , কলকাতাঃ গতকাল ঘটেছিলো মেট্রোয় একটি মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। কলকাতা মেট্রোর ইতিহাসে এই রকম নজিরবিহীন ঘটনা যাবে কখনো ঘটে নি। এই ঘটনায় ট্রেনের চালক এবং গার্ডকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আর্থিক সহায়তা ও চাকরির প্রতিশ্রুতি।
আজ দুপুরে মেট্রো রেলে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বিধানসভার বামফ্রন্টের পরিষদীয় দলনেতা ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পরিবারের প্রতি সমবেদনা ও সাহায্যের আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত শনিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ পার্কস্ট্রিট স্টেশনে কবি সুভাষগামী ট্রেনে ওঠার সময় এক যাত্রীর হাত দরজার মাঝে আটকে যায়। দেহ তখন ট্রেনের বাইরে। সেই অবস্থাতেই ট্রেন চলতে শুরু করে। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার পরে ঝুলতে থাকে যাত্রীর দেহ। ট্রেন টানেলে ঢোকার পরে পাশের দেওয়ালে ধাক্কা খেয়ে থার্ড লাইনে পড়ে যান তিনি।

Screenshot 2019 0714 162223ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
মৃত যাত্ৰীর নাম সজল কাঞ্জিলাল। তাঁর বাড়ি কবসা থানা এলাকায়। দীর্ঘদিন আর্ট কলেজের মডেল হিসেবে কাজ করতো। সন্ধের পর একাডেমি অফ ফাইন আর্টসের গেটের সামনে দাঁড়িয়ে ছোটো পত্রিকাও বেচতে দেখা যেত।
দুর্ভাগ্যজনক ভাবে আজ মেট্রোরেলের দুর্ঘটনায় কাঞ্জিলাল মর্মান্তিক ভাবে কাটা পড়ে মারা যায়। বাড়িতে একমাত্র রয়েছেন বয়স্কা মা।

সম্পর্কিত খবর