সৌন্দর্যে বলি নায়িকাদেরও টেক্কা দেবে ‘মন ফাগুন’র নায়িকা, মেক্সিকান সুন্দরী সৃজলা

   

বাংলাহান্ট ডেস্কঃ আবারও টেলিপর্দায় ফিরতে চলেছেন হার্টথ্রব শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। সঙ্গে থাকছেন মেক্সিকান সুন্দরী সৃজলা গুহ (Srijla Guha)। ইতিমধ্যেই ‘মন ফাগুন’-র প্রোমো মন কেড়েছে দর্শকদের। সেইসঙ্গে শন এবং মেক্সিকান সুন্দরী সৃজলাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

উত্তর আমেরিকার সুন্দর-সাজানো দেশ মেক্সিকোকে বলা হয় রূপলাবণ্যের দেশ। সেখানেই জন্মগ্রহণ করেন এই অপরূপা সুন্দরী সৃজলা। দর্শকদের হার্টথ্রব হতে এবার খুব শীঘ্রই বাংলা ছোট পর্দায় দেখা যেতে চলেছে বহু প্রতীক্ষিত এই জুটিকে।

Srijla Guha 4

আগে থাকতেই শন বন্দ্যোপাধ্যায় হার্টথ্রব ছিলেন বাংলার মহিলা মহলে। স্টার জলসার ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ বন্ধ করার সিদ্ধান্ত নিলে, ক্রাশ ‘ডক্টর উজান চ্যাটার্জী’কে দেখতে না পাওয়ার দুঃখে স্টার জলসার অন্যান্য ধারাবাহিক বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছিলেন শন অনুগামীরা। এবার তাদের অনুরোধে আবারও রূপোলী পর্দায় ফিরছেন হ্যান্ডসাম শন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে মেক্সিকোতে জন্মগ্রহণ করলেও, জন্মের পরই শৈলশহর দার্জিলিংয়ে বেড়ে ওঠেন বঙ্গ-মেক্সিকান কন্যা সৃজলা গুহ। মডেলিংর মাধ্যমে গ্লামার দুনিয়ায় পা রাখেন সৃজলা। গত ৫ বছর আগে কলকাতায় আসেন। দার্জিলিংয়ে বেড়ে ওঠার কারণে সাবলীল ভাষায় বাংলাও বলতে পারেন সৃজলা।

hbkdjbch

টলি অভিনেতা রোহান ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক হওয়ার দরুণ তাঁরই উৎসাহ এবং অনুপ্রেরণায় অভিনয় জগতে পদার্পণ করেন সৃজলা। আর পাঁচটা সাধারণ প্রেমের গল্পের থেকে ‘মন ফাগুন’-র গল্প কিছুটা ভিন্ন হওয়ায় এবং লিড রোলে অভিনয়ের সুযোগ পেয়েই রাজী হয়ে যান এই মেক্সিকান সুন্দরী। তাই এবার অপেক্ষার মাত্র কিছুদিন। তারপরই স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মন ফাগুন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর