লুকিয়ে রেখেও লাভ হল না, রূপা গঙ্গোপাধ্যায় সিরিয়াল ছাড়তেই বিদায় নিচ্ছে ‘মেয়েবেলা’

বাংলাহান্ট ডেস্ক: কানাঘুঁষো চলছিল অনেকদিন ধরেই। স্টার জলসায় ‘মেয়েবেলা’ (Meyebela) খুব কম দিনেরই অতিথি। রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) যে সিরিয়ালের অন্যতম মুখ ছিলেন, তিনিই বেরিয়ে যাওয়াতে সিরিয়ালের কপালে যে বড়সড় শনি নাচছে তা বোঝাই গিয়েছিল। অবশেষে সেটাই হল। স্বীকৃতি মজুমদারের না না সত্ত্বেও মেয়েবেলার শেষ হওয়ার খবরই সত্যি হল।

মাত্র পাঁচ মাস আগেই পথচলা শুরু করেছিল সিরিয়ালটি। ‘মেয়েরা মেয়েদের শত্রু নয়’, এই ট্যাগলাইন দিয়েই শুরু হয়েছিল গল্প। রূপা গঙ্গোপাধ্যায় ছিলেন শাশুড়ি বিথীর চরিত্রে। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরায় তিনিই ছিলেন সিরিয়ালটির মুখ্য আকর্ষণ। কিন্তু হঠাৎ করেই বিথী চরিত্রটি তথা নির্মাতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মেয়েবেলা ছেড়ে বেরিয়ে যান রূপা।

roopa meyebela

রূপার বদলে বিথী হয়ে আসেন অভিনেত্রী অনুশ্রী দাস। কিন্তু মেয়েবেলাকে আগের ফর্মে ফেরাতে পারেননি তিনি। রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে যাওয়ার পর থেকেই হু হু করে কমতে থাকে সিরিয়ালের টিআরপি। উপরন্তু বিতর্ক তো লেগেই ছিল। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, খুব শিগগির শেষ হয়ে যাবে সিরিয়ালটি।

মাঝে অবশ্য স্বীকৃতি দাবি করেছিলেন, মেয়েবেলা এখনি শেষ হচ্ছে না। কিন্তু কার্যক্ষেত্রে রটনাই ঘটনা হতে দেখা গেল। ইতিমধ্যেই স্লট হারিয়েছে মেয়েবেলা। সন্ধ্যা সাড়ে সাতটার টাইম স্লট থেকে বিকেল পাঁচটার স্লটে দেওয়া হয়েছে এই সিরিয়ালকে। এই নিয়েই সমস্যার জেরে এত তাড়াতাড়ি মেয়েবেলা শেষ করে দেওয়া হচ্ছে বলে খবর।

শোনা যাচ্ছে, পরিবর্তিত টাইম স্লট নিয়ে প্রযোজক এবং চ্যানেলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। যেহেতু মেয়েবেলা সিরিয়ালটি বড় বাজেটের, তাই প্রাইম টাইম ছেড়ে বিকেলের স্লটে সিরিয়ালটি সম্প্রচার করতে রাজি নয় প্রযোজনা সংস্থা। তাই শেষমেষ মেয়েবেলা বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হল।

প্রসঙ্গত, ১৪ জুন শেষ শুটিং হল মেয়েবেলা সিরিয়ালের। তবে এখনি দর্শকদের মন খারাপ করার কারণ নেই। এখনই সম্প্রচার শেষ হচ্ছে না মেয়েবেলার। আগামী ২৩ জুন শেষবার টেলিভিশনে দেখা যাবে এই সিরিয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর