MG Motor ভারতীয় বাজারে লঞ্চ বিশ লাখি ইলেকট্রিক গাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ MG Motor ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হওয়া এই গাড়িটির দাম শুরু হচ্ছে 20.88 লক্ষ টাকা থেকে। উল্লেখ্য, গত বছর Hector লঞ্চের পর MG ZS EV ভারতে কোম্পানির দ্বিতীয় এসইউভি। গুজরাটের হালোল কারখানা থেকে নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করছে কোম্পানি।

এই নতুন মডেলটির লঞ্চ অফারে 17 জানুয়ারির আগে যে সব গ্রাহক এই গাড়ি বুক করেছেন 19.88 লক্ষ টাকা এই গাড়ি কিনতে পারবেন। এক্সক্লিউসিভ ভেরিয়েন্টে MG ZS EV এর দাম 23.58 লক্ষ টাকা।গুজরাটের হালোল কারখানা থেকে নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করছে কোম্পানি। 21 ডিসেম্বর এই গাড়ির বুকিং শুরু হয়েছিল। ইতিমধ্যেই গোটা দেশে 2800 প্রি-বুকিং পেয়েছে কোম্পানি। দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ শহরে গাড়িটি আপাতত পাওয়া গেলেও খুব শীঘ্রই পাওয়া যাবে সারা দেশেই।

Capture 27

দেখে নিন এই গাড়ির ফিচারগুলি

  • 15A সকেট থেকে চার্জ করা যাবে MG ZS EV , সামনের গ্রিলের পিছনে থাকছে চার্জিং সকেট।
  • থাকছে একটি ই-সিম ও বিল-ইন ওয়াইফাই।
  •  Apple CarPlay ও Android Auto সাপোর্ট।
  • এই গাড়ির প্যানারমিক সান-রুফ গাড়ির ছাদের 90 শতাংশ অংশ ঢেকে রাখে।
  •  গাড়ির কেবিনে থাকছে একটি 8.0 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। এছাড়াও থাকছে একটি 10.4 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।
  • একাধিক ড্রাইভিং মোডে চালানো যাবে MG ZS EV
  • MG ZS EV গাড়িতে থাকছে একটি 44.5 kWh IP6 সার্টিফায়েড ব্যাটারি প্যাক
  • ফাস্ট চার্জর ব্যবহার করে মাত্র 40 মিনিটে 80 শতাংশ চার্জ হবে MG ZS EV। সাধারণ 7.4 kW চার্জর ব্যবহার করে MG ZS EV গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে 7 ঘণ্টা সময় লাগবে।

সম্পর্কিত খবর