বাংলা হান্ট ডেস্কঃ নবান্ন (nabanna) থেকে আইপিএস (Ips) অফিসারের বদলি নিয়ে ঘোর আপত্তি জাহির করা হয়েছিল। কিন্তু সেই আপত্তি অগ্রাহ্য করে ৩ জন আইপিএস অফিসারকে বদলি করল স্বরাষ্ট্র মন্ত্রক। দিন কয়েক আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।
জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের মুখ্য সচিব আর ডিজিপিকে তলব করে কেন্দ্র। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে নিজেদের অফিসারদের দিল্লী পাঠায় নি। এরপর রাজ্যের তিনজন আইপিএসকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র। নবান্নের তরফ থেকে এই নিয়েও চরম আপত্তি জাহির করা হয়।
GoI’s order of central deputation for the 3 serving IPS officers of West Bengal despite the State’s objection is a colourable exercise of power and blatant misuse of emergency provision of IPS Cadre Rule 1954. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2020
রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে, সেদিনের ঘটনা নিয়ে জোরদার তদন্ত চলছে তাই এরকম আইপিএস অফিসারদের ডেপুটেশনে চাওয়া অনৈতিক। কিন্তু রাজ্যের আপত্তি অগ্রাহ্য করেই অবশেষে তিন আইপিএস অফিসারকে বদলি করল কেন্দ্র।
তিনজন আইপিএস অফিসারের মধ্যে রাজীব মিশ্রকে ITBP তে পাঠিয়েছে কেন্দ্র। প্রবীণ ত্রিপাঠীকে পাঠানো হয়েছে SSB তে। আর ভোলানাথ পাণ্ডেকে KBPRD তে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এনাদের তিনজনকেই পাঁচ বছরের জন্য নতুন করে পোস্টিং দেওয়া হয়েছে।