বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ বড় চমক। টানা দুই ম্যাচে হারের মুখ দেখলো গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের গড়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুরন্ত ভাবে শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। কিন্তু আজ ফিনিশ করতে ব্যর্থ হলেন রশিদ, মিলার, তেওটিয়ারা। ফলস্বরূপ ৫ রানে জয় পেল মুম্বাই।
প্রথমে ব্যাট করতে নেমে আজ ছন্দে পাওয়া গেল মুম্বাইয়ের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং ঈশান কিষানকে। দুজনের মধ্যে ৭৪ রানের ওপেনিং পার্টনারশিপ হয়। রোহিত শর্মা ৪৩ এবং ঈশান কিষান ৪৫ রান করে আউট হন। এরপর পোলার্ড, তিলক ভার্মারা হতাশ করলেও ২টি চার ও ৪ টি ছক্কা সহ ২১ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে মুম্বাইকে ১৭০ পেরোতে সাহায্য করেন টিম ডেভিড। যেদিন থেকে দলে এসেছেন সেদিন থেকে নিজের যোগ্যতা প্রমাণ করছেন তিনি। গুজরাটের হয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান।
উল্টোদিকে রান তাড়া করতে নেমে দুরন্ত ভাবে শুরুটা করেন ঋদ্ধিমান সাহা। বুমরার প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারে তিনি নেন ১৪ রান। খানিকক্ষণ নিজেকে গুছিয়ে নেওয়ার পর স্পিনারদের বিরুদ্ধে নিজের হাত খোলেন গুজরাটের অপর ওপেনার শুভমান গিল। বেশ কয়েকবার স্টেপ আউট করে বলকে গ্যালারিতে পাঠান তিনি। ঋদ্ধিমান ৩৪ বলে নিজের অর্ধশতরান সম্পন্ন করার পর ৩৩ বলে ৫০ সম্পূর্ণ করেন গিলও।
কিন্তু তাদের দুজনকে একই ওভারে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন মুরগান অশ্বিন। ঋদ্ধিমান ৫৫ এবং শুভমান ৫২ রান করে ফেরেন। ব্যাট হাতে চেষ্টা করেছিলেন হার্দিক পান্ডিয়া (২৪), ভরদ্বাজ সুদর্শন (১৪), ডেভিড মিলাররা (১৯*)। শেষ ওভারে গুজরাটের জয়ের জন্য ৯ রান দরকার ছিল। কিন্তু দুরন্ত বোলিং করে ওভারের শেষ দুটি বলে কোনও রান দিয়ে মুম্বাইকে পাঁচ রান ম্যাচ জিতিয়ে দেন ড্যানিয়েল স্যামস। অশ্বিন ২ উইকেট নিলেও ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নজর কেড়েছেন স্যামস। একটি উইকেট পেয়েছেন পোলার্ডও।