উইকেটকিপার কেনায় বড়সড় ভুল করল এই তিন ফ্র্যাঞ্চাইজি, অধরা থাকতে পারে ট্রফি জেতার স্বপ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হয়েছে আইপিএল মেগা অকশন। প্রত্যেক দলই নিজের ঘর গুছিয়ে নিয়েছে। এখন সবার চোখ আইপিএল ২০২২-এর দিকে। সব দলই নিজস্ব কৌশল অনুযায়ী দল তৈরি করেছে। আশ্চর্যজনকভাবে এমন অনেক খেলোয়াড়ের ওপর অনেক টাকার বৃষ্টি হয়েছে যাদের নিয়ে কেউ ভাবেনি। আবার অনেক তারকা খেলোয়াড় অবিক্রিত থেকে গেছেন। কিন্তু বেশ কয়েকটি দল কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় কিছু ভুল করেছে।

আইপিএলের মেগা নিলামে সব দলই খেলোয়াড় কিনতে কম-বেশি কিছু ভুল করেছে। তার মধ্যে কিছু দল উইকেটরক্ষকদের পেছনে খুব অল্প টাকা খরচ করেছে। কোনও দলে রয়েছেন মাত্র একজন শক্তিশালী উইকেটরক্ষক ব্যাটসম্যান আছে যিনি ইনজুরিতে পড়লে তাহলে হাতে কোনও ব্যাক আপ থাকবে না। উদাহরণ স্বরূপ বলা যায় মুম্বাই ইন্ডিয়ান্স তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানকে ১৫ কোটি ২৫ লাখ টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু আইপিএল চলাকালীন কোনো কারণে ঈশান আউট হলে তার জায়গা পাবে মাত্র ২০ বছর বয়সী আরিয়ান জুয়াল, যার আইপিএল খেলার অভিজ্ঞতা নেই। এই ব্যাপারে সবচেয়ে ভালো কাজ করেছে সম্ভবত গুজরাট টাইটান্স। তারা ঋদ্ধিমান সাহা এবং অজি উইকেটকিপার ম্যাথু ওয়েড-কে দলে নিয়েছেন। দুজনেই প্রথম দলে খেলার যোগ্য। একজন ওপেন করে দলকে ভালো স্টার্ট দিতে পারেন, অপরজন ডেথ ওভারে দলের হয়ে ম্যাচ ফিনিশ করতে পারেন।

wriddhiman saha wade

 

বাকি দলগুলির উইকেটরক্ষক তালিকা নীচে তুলে ধরা হলো-

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

• দীনেশ কার্তিক

• অনুজ রাওয়াত

• লাভনীত সিসোডিয়া

কলকাতা নাইট রাইডার্স

• শেলডন জ্যাকসন

• স্যাম বিলিংস

• বাবা ইন্দ্রজিৎ

পাঞ্জাব কিংস

• প্রভসিমরন সিং

• জনি বেয়ারস্টো

• জিতেশ শর্মা

চেন্নাই সুপার কিংস 

• মহেন্দ্র সিং ধোনি

• এন জগদীসান

দিল্লি ক্যাপিটালস

• রিশভ পন্ত

• টিম সেইফার্ট

• কেএস ভরত

রাজস্থান রয়্যালস

• সঞ্জু স্যামসন

• জস বাটলার

• ধ্রুব জুরেল

সানরাইজার্স হায়দ্রাবাদ

• নিকোলাস পুরান

• গ্লেন ফিলিপস

• বিষ্ণু বিনোদ

লখনউ সুপার জায়ান্টস

• লোকেশ রাহুল

• কুইন্টন ডি কক

গুজরাট টাইটানস

• ম্যাথু ওয়েড

• ঋদ্ধিমান সাহা


Reetabrata Deb

সম্পর্কিত খবর